আমাদের কথা খুঁজে নিন

   

ডায়েরীর অভিমান

অতি সংক্ষেপঃআমি পেশায় একজন চিকিৎসক...নেশায় একজন ভাবুক...আর মনে প্রানে একজন মানুষ... ১৯৯৮ থেকে ২০০১। এই চার বছর টানা ডায়েরী লিখতাম। ডায়েরীর শুরুতেই বড় বড় করে লেখা ছিল, "অন্যের সম্পত্তিতে বিনা অনুমতিতে হস্তক্ষেপ দণ্ডনীয় অপরাধ। " নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি ওই বয়সে তা জানা ছিলোনা। কিছুদিনের মধ্যেই ওই জিনিস পরিবারের অন্যতম আকর্ষণীয় বস্তুতে পরিনত হয়।

ডায়েরীগুলোতে কি লেখা ছিল অতটা মনে নাই। উঠতি বয়সে উঠতি কিশোরীদের নিয়ে কিছু বাড়তি কথা থাকবে এটাই স্বাভাবিক। সবার কাছে যে সব কিছু স্বাভাবিক লাগেনা তা আমার আকর্ষণীয় ডায়েরীর প্রতি বাকিদের বিকর্ষণীয় মনোভাব দেখে ঠিক বুঝতে পেরেছিলাম। গত পরশু ২০০০ সালের ডায়েরীটা খুঁজে পেলাম। নভেম্বর মাসের একরাতের লেখা, "কাল শুক্রবার।

সকাল থেকেই গলিতে টানা ক্রিকেট খেলা শুরু করব। জাকিরের বলে কোনমতেই আউট হওয়া যাবেনা। যেভাবেই হোক বাবলিদের ছাদে বল ফেলতে হবে। " আমি লিখতাম নীল কালি দিয়ে। 'বাবলিদের ছাদে' কথাটার চারপাশে কে জানি পেন্সিল দিয়ে গোল করে রেখেছিল।

কোন সুশীল কাজটা করেছিল এখনও জানা নাই। ছোটকালের ঘটনাগুলো ছোট ছোট হলেও অনুভূতিগুলো বেশিরভাগ ক্ষেত্রেই বড় বড় হয়। সেজন্যই হয়তো এরকম আরও কিছু পেন্সিলের খোঁচার অভিমানে ২০০১ সালের শেষের দিকে আমার ডায়েরী জীবন বিসর্জন দিয়ে দেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।