আমাদের কথা খুঁজে নিন

   

ইশতেহারে কাঙ্ক্ষিত প্রতিশ্রুতি না থাকায় õ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে বরিশাল বিভাগের জন্য কোনো উন্নয়ন পরিকল্পনা না থাকায় ক্ষুব্ধ দক্ষিণাঞ্চলের মানুষ। ইশতেহারে শুধু বহুল আলোচিত পদ্মা সেতু স্থান পেলেও

বরিশালবাসীর

দীর্ঘদিনের দাবি দক্ষিণের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগযোগ, পাইপ লাইনের মাধ্যমে ভোলার গ্যাস সরবরাহ, কুয়াকাটায় আধুনিক পর্যটন কেন্দ্র ও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) নির্মাণের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি নির্বাচনে অংশ নেওয়া প্রধান দুই রাজনৈতিক দলের ইশতেহারে। স্বাধীনতা পরবর্তী গত ৪২ বছরে এ প্রকল্পগুলো বাস্তবায়ন প্রতিটি সরকারই আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে। প্রকল্পগুলোর মধ্যে শুধু কুয়াকাটায় আধুনিক পর্যটন কেন্দ্র নির্মাণে ভূমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু তা কবে আলোর মুখ দেখবে তার কোনো সুষ্পষ্ট ঘোষণা নেই ইশতেহারে। এ ছাড়া অন্যান্য প্রকল্পগুলো বাস্তবায়িত না হওয়ায় বর্তমানে বরিশাল বিভাগ অনুন্নয়নের দিক থেকে অন্যান্য বিভাগের তুলনায় প্রথম স্থানে এবং দারিদ্র্যতার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের মতে, এখানে অনতিবিলম্বে একটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) প্রয়োজন। এতে এই এলাকায় সরকারি ও বেসরকারি পর্যায়ে বৃহৎ শিল্প কারখানা, অসংখ্য গার্মেন্ট ও কলকারখানা প্রতিষ্ঠিত হবে। কিন্তু ইশতেহারে এসব বিষয় স্থান না পাওয়ায় অন্যান্যদের মতো হতাশ তারাও। এর আগে ইপিজেড ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সংসদ অধিবেশন চলাকালে প্রকাশ্যেই স্থান নির্বাচনের জন্য নির্দেশ দিলেও তা সংসদের ভেতরেই সীমাবদ্ধ থেকেছে। ইপিজেডের জন্য এখনো স্থান নির্বাচন করা হয়নি। বরিশাল বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কামালউদ্দিন বলেন, যে সরকারের বৈধতা নেই, তাদের ইশতেহারেরও কোনো গ্রহণযোগ্যতা নেই।

জাতীয় পার্টির মহাসচিব নির্বাচনকালীন সরকারের মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এ অঞ্চলের মানুষের দাবি অনুযায়ী সবকিছুই বাস্তবায়ন করা হবে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ইশতেহারে জাতীয় ইস্যুগুলোকে প্রধান্য দেওয়া হয়েছে। বরিশালের উন্নয়ন প্রকল্পগুলো ইশতেহারে উল্লেখ করা না হলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর একনেকের বৈঠকে এসব উন্নয়ন প্রকল্প অনুমোদন করা যাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.