বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষিত গণসমাবেশ মাঠে করতে পারছে না চট্টগ্রাম বিএনপি। প্রশাসনের অনুমতি না পাওয়ায় দলীয় কার্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখতে হচ্ছে দেশজুড়ে ঘোষিত কর্মসূচির অংশ আজকের চট্টগ্রামের গণসমাবেশ।
দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্র ঘোষিত ১৮-দলীয় এই কর্মসূচি পালনের জন্য নগর বিএনপির পক্ষ থেকে নগরীর জেলা পরিষদ মার্কেট চত্বর অথবা কাজীর দেউড়ি মোড় ব্যবহারের অনুমতি চায়। কিন্তু প্রশাসন তাদের কোনো স্থানই ব্যবহার করতে অনুমতি দেয়নি। মাঠের পরিবর্তে দলীয় কার্যালয়ে এ গণসমাবেশ পালন করার পরামর্শ দেয়। ফলে বাধ্য হয়েই বিএনপি দলীয় কার্যালয়ের ভেতরেই কর্মসূচি পালন করছে। বিএনপি চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা পালন করবে দলীয় কার্যালয় নাসিমন ভবনে ও দক্ষিণ জেলা পালন করবে দোস্ত বিল্ডিংয়ে। কিন্তু রাজধানী ঢাকায় গণসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলেও চট্টগ্রামে করতে পারছে না। নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, আমরা দুটি স্থানের কথা উল্লেখ করে প্রশাসনের কাছে অনুমতি চাই। কিন্তু আমাদের অনুমতি দেওয়া হয়নি। ফলে আমরা দলীয় কার্যালয়েই গণসমাবেশ পালন করছি। 'গণসমাবেশের মতো একটি কর্মসূচি মাঠেই করা হয়' এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের কোনো উপায় নেই। মাঠ না পেয়ে কার্যালয়ে করতে হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।