স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলার এক পলাতক আসামির বিরুদ্ধে আদালত থেকে জারি করা গ্রেফতারি পরওয়ানা থানা থেকে গায়েব হয়েছে বলে অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গফরগাঁও থানায়।
জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের স্কুলছাত্রী (১৪) ধর্ষণের ঘটনায় থানায় মামলা হলে দুই আসামির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালত থেকে ওয়ারেন্ট জারি হয়। মামলার এক আসামি জহিরুল হক পুলিশের হাতে গ্রেফতার হলেও জান্নাতুল ইসলামের নামে আদালতের জারিকৃত ওয়ারেন্ট বর্তমানে থানায় নেই। মামলার বাদী ধর্ষিতা ওই ছাত্রীর বাবা জানান, মামলা তুলে নিতে আসামি জান্নাতুল ইসলাম তাকে নানা ধরনের হুমকি দিচ্ছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করলে আসামি জান্নাতুলের বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট নেই বলে জানতে পারেন তিনি। পরে আদালতে খোঁজ নিয়ে জানা যায়, এ মামলায় আদালত আসামি জান্নাতুলের বিরুদ্ধে কয়েকবার থানায় ওয়ারেন্ট দিয়েছেন। এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি আসাবুর রহমান জানান, বিষয়টি তিনি দেখবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।