আমি ক্রিকেট খেলি না। খেলার সুযোগও নেই। সেই হাইস্কুল থাকা পর্যন্ত খেলতে পেড়েছিলাম। তবে খেলা দেখতে ভালো লাগে। বাংলাদেশের খেলা থাকলে তো মিস করা যায় না।
আর খেলা দেখার সময় আমার যা অবস্থা হয়! হৃদপিন্ডের রক্ত চলাচল বেড়ে যায়। কারন আমার দেশ খেলছে। কী হয, না হয়; একটা বল না মারতে পাড়লে আফসোসের শেষ থাকে না। যাহোক এটা ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কিনা জানি না।
ক্রিকেটকে দিয়ে বিশ্ব আজ এতো ছোট দেশটাকে অনেক বড় করে দেখে।
কারন তাদের ক্ষমতা বেশি থাকা সত্বেও কখনও কখনও এই ছোট আয়তনের ছোট ছোট দেহের শক্তির কাছে হার মানতে হয়। এর ফলে বাংলাদেশের একটি বড় প্রকার ব্র্যান্ডিং হয়ে যায়। দেশের পরিচিতি বাড়ে। আমার দর্শন বলে যে যতো বেশি পরিচিত সে ততো বেশি প্রভাবশালী। এখন এটা অর্থনৈতিক, রাজনৈতিক ও কুটনৈতিক যে কোন দিক দিয়েই হতে পারে।
ক্রিকেট এখানে কাজ করছে।
সবচেয়ে বড় কথা হলো, আমরা যে (রাজনৈতিক) দলই করি না কেন ক্রিকেট খেলায় আমরা একটি দলই সমর্থন করি। তখন আমরা সবাই এক হয়ে যাই। একটি বিষয়েও তো আমরা আপততো একমত পোষন করতে পারি।
কিন্তু, আমাদের এতোটুকু আনন্দ করারও সুযোগটা কেড়ে নিতে চাচ্ছে বড়বাবুরা।
অবশ্য এতে আমাদেরও সম্মতির বিষয় রয়েছে। আমাদের ভোট দেয়ার অধিকার রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ন হলো এখন কেবল আমাদের ভোটের উপরই নির্ভর করে তাদের জমিদারি করা আর না করা। যেখানে আমাদের আবেগ, ভালোবাসা ও দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমরা চোখ বন্ধ করে দ্বিমত পোষন করবো। এখানে এতো ভাবাভাবির বিষয়টা কী আমি বুঝতে পারলাম না।
বোর্ড নাকি অন্য দেশ সফরে যাবে, তারা কী বলে তার পর সিদ্ধান্ত নিবে। এসব কেন? যদি বাবুদের প্রস্তাবকে সমর্থন দেয় তাহলে বাংলাদেশ এক সময় কোন ইন্টারনেশনাল ম্যাচই খেলতে পারবে না। আস্তে আস্তে সব ফরমেটেই খেলার যোগ্যতা হাড়াবে। আমি মনে করি এটা বোর্ড অবশ্যই জানে। কিন্তু তারপরও কেন তারা বিরোধিতা করতে সাহস পাচ্ছে না?
আমার কথা হলো যে কারনেই বোর্ড ভয় পাচ্ছে না কেন এখানে বড়বাবুকে ছাড় দেয়া উচিত হবে না।
এটা আমার কথা না খালি, বাংলাদেশের প্রতিটা ক্রিকেট প্রেমীর আশা। তাদেরকে অন্য দিক দিয়ে সুযোগ করে দেন। কিন্তু বাংলাদেশেকে খেলতে দেন। একবার চিন্তা করে দেখা উচিত যে, জমিদার দেশগুলো যদি বাংলাদেশের অবস্থানে থাকতো, তারা কখনই দেশের এমন একটি গুরুত্বপূর্ন কাজে অন্যের মতের অপেক্ষা করতো না। এমন তো না যে, বিরোধিতা করলে দেশের সার্বভৌমত্ব হাড়াতে হবে।
তাই বলি আমাদেরকে এগিয়ে যেতে দিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।