আমাদের কথা খুঁজে নিন

   

বিসিবি - আর কত ?

অসুস্থ নগরে একটু সুস্থতার খোঁজে ...........

পক্ষপাতদুষ্ট বিসিবি আবার তাদের চরিত্র দেখিয়ে দিল । নিউজিল্যান্ড ট্যুরের জন্য তারা এক টেস্ট খেলিয়েই বাদ দিয়ে দিল শাহরিয়ার নাফিসকে। সাথী মাহবুবুল আলম , যাকে কোন টেস্টেই সুযোগ দেয়া হয়নি। ডাকা হয়েছে আফতাব,রাজ্জাক ও নাজমুলকে । চমক হচ্ছেন সোহরয়ার্দী শুভ । তবে কি আরেকটা ছেলেকে টেস্ট অভিষেক করাতে যাচ্ছে বিসিবি ? এভাবে কত ছেলের ক্যারিয়ার নষ্ট করবে তারা কে জানে ! তবে কি আবার আশরাফুল, জুনায়েদের ভার বহন করতে হবে আমাদের ? হাবিবুল বাশারকে মনে হয় এখনো দরকার, তিন নম্বর পজিশনে তার বিকল্প কই ? টেস্টে সবাই অভিজ্ঞতার কথা ভাবে আর আমরা সব পোলাপাইনকে নামাচ্ছি । অভিজ্ঞতার দোহাই দিয়ে নামানো হচ্ছে মানসিকভাবে অসুস্থ একজনকে যে ৮-৯ বছর খেলেও কিছু শিখে নাই বলে মনে হচ্ছে । হাবিবুল বাশার টেস্ট - 50 ইনিংস -99 রান -3026 সর্বোচ্চ-113 গড় - 30.87 ১০০-3 ৫০-24 ODIs 111 105 2168 78 21.68 0 14

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।