আমাদের কথা খুঁজে নিন

   

‘কৌশলী’ পথে বিসিবি

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এ সম্পর্কে আমাদের মনোভাব এখনই প্রকাশ করতে চাই না। প্রস্তাবটি আমাদের কাছে বেশ জটিল মনে হয়েছে। অনেক প্রশ্নের উত্তর এখানে নেই, যেগুলো আমাদের জানা দরকার। ”

আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে থাকা ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির তৈরি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এই প্রস্তাবে আইসিসির রাজস্ব বন্টন মডেল, প্রশাসনিক কাঠামো ও ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।



অন্যান্য বোর্ডের সঙ্গে আলোচনা করার জন্য ২৫ জানুয়ারি দুবাই যাওয়ার কথা জানিয়ে নাজমুল হাসান বলেন, “অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের কথা বলে দেখতে হবে, তাদের মনোভাব কী। যারা এটা তৈরি করেছেন তাদের ব্যাখ্যাও শুনতে হবে। ”

ভারত-অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট-বিশ্বের শক্তিশালী দেশগুলো এফটিপি না মানায় বাংলাদেশ বেশি টেস্ট খেলার সুযোগ পায় না।

তাই টেস্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “এখনো ভালো কিছু হচ্ছে না। ইংল্যান্ড ৮ বছর আমাদের সঙ্গে কোনো টেস্ট খেলবে না, অস্ট্রেলিয়া এখানে খেলতে আসবে না।

এর থেকে বেরিয়ে আসার উপায় খুঁজতে হবে আমাদের। ”

এদিকে কেন্দ্রীয় চুক্তির জন্য ১২ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিসিবি। এ বছর বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, নাসির হোসেন, সোহাগ গাজী, মুমিনুল হক, রবিউল ইসলাম ও এনামুল হক।

এছাড়া বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানিয়েছেন, পারফরম্যান্স পর্যালোচনা করে প্রথম শ্রেণির ক্রিকেটারদের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে।




সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.