আমাদের কথা খুঁজে নিন

   

বিসিবি সভাপতির পদত্যাগ চাই।

মেজাজ বিলা !
যারা দেশের প্রতিনধিত্ব করেন, যে কিনা বর্তমান সময়ের রেটং এ বিশ্বের সেরা অলরাউন্ডার তাকে দেখা যাচ্ছে, বিসিবির পেটমোটা বরাহ নন্দনের কাছে নতজানু হয়ে করজোড়ে ক্ষমা ভিক্ষা করতে। হে বরাহ নন্দনেরা তোমাদের কে বলছি, স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশীরা যতবার হাসতে পেরেছি, গর্বিত হয়েছি, তা এই ক্রিকেটারদের কারনেই। তোমরা বার বার দেশটাকে ধর্ষন করেছো এবং এখন ও করে চলেছো। ধর্ষন শেষ এ দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে সারা বিশ্বের কাছে দিগম্বর করেছো ক্রমাগতভাবে। সারা বিশ্বের কাছে, ক্রিকেট ভক্তদের কাছে, সারা দুনিয়ার মানুষের কাছে লাল-সবুজের পতাকাটাকে বলাতকার শেষে আর ও একবার উলংগ করে দিলে । ধন্য বাংলার বরাহ পোনা, ধন্য ! তারপর ও তোমার কিছুই হবে না, তুমি মাথা উচিয়ে ব-দ্বীপটাকে ধর্ষন করে যাবে বারবার, কারন তুমিতো ইশ্বরের মতন, স্বেচ্ছাচারী, মহাপরাক্রমশালী।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।