আমাদের কথা খুঁজে নিন

   

শিরীন শারমীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

তাকে সংসদ সদস্য ঘোষণা করে মঙ্গলবারই গেজেট প্রকাশ করা হবে বলে আগের দিনই ইঙ্গিত দিয়ে রেখেছেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। সেক্ষেত্রে বর্তমান স্পিকার শিরীন শারমিন নির্বাচিত সংসদ সদস্য হয়েই আগামী বুধবার দশম সংসদের প্রথম অধিবেশনে অংশ নেবেন; পরবর্তী স্পিকার পদে তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও আইনি বাধা থাকবে না।

বিএনপিবিহীন দশম সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় দল মঙ্গলবার বিকালে বৈঠকে বসছে। ওই বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনয়ন দেয়ার কথা।

আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর নবম সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য শিরীন শারমিন দেশের প্রথম নারী স্পিকার হিসাবে সংসদের কর্তৃত্বে আসেন।

 

নোয়াখালীর এই আওয়ামী লীগ নেতা গত ৫ জানুয়ারির নির্বাচনে সরাসরি অংশ নিতে চাইলেও মনোনয়ন পাননি। এরপর শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সুযোগ পান তিনি। ওই আসন থেকেই তিনি এবার সংসদে আসছেন।

অবশ্য সংরক্ষিত আসন থেকে এমপি হওয়ার জন্যও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন তিনি। তবে ওই নির্বাচন সংসদ শুরুর আগে হচ্ছে না।

সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচনের বিধান থাকায় শিরীন শারমিনের স্পিকারের পদে থাকার সুযোগ দূরে সরে যাচ্ছিল। এর মধ্যেই দুটি আসনে বিজয়ী আওয়ামী লীগ সভানেত্রী পীরগঞ্জেরটি ছেড়ে দিলে সেখানে প্রার্থী করা হয় শিরীন শারমিনকে। সেখানে ২০ ফেব্রুয়ারি ভোটের তারিখ রাখা হলেও শিরীন শারমিনের প্রতিদ্বন্দ্বী না থাকায় তার আর প্রয়োজন পড়ছে না।

নির্বাচন কমিশনার আবু হাফিজ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিটার্নিং কর্মকর্তা রংপুর-৬ আসনের একমাত্র প্রার্থীকে বিজয়ী ঘোষণা করলেই গেজেট প্রকাশ করবে ইসি।

অতীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার হওয়ার পর বিনাপ্রতিদ্বন্দ্বীদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নজির থাকলেও শিরীন শারমিনের ক্ষেত্রে আগেই ব্যবস্থা নিচ্ছে ইসি।

অবশ্য আবু হাফিজের দাবি, তারা মোটেও ‘তড়িঘড়ি’ করছেন না।

আইনের বিষয় তুলে ধরে তিনি বলেন, একই আসনে একাধিক প্রার্থী থাকলে বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পায় প্রার্থীরা। এক্ষেত্রে ন্যূনতম তিনদিন সময় দেয়া হয়।

“যেহেতু একমাত্র প্রার্থী (শিরীন শারমিন) তা প্রত্যাহার করবেন না, সেজন্য এবার তার প্রয়োজন নেই। একক প্রার্থী থাকলে ততোদিন পর্য্যন্ত অপেক্ষার প্রয়োজন পড়বে না।

বিদায়ী স্পিকারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়ও ব্যতিক্রম দেখছেন না নির্বাচন কমিশনার হাফিজ।

“ব্রিটেনে স্পিকারের বিরুদ্ধে নির্বাচনের জন্য কোনো দলই মনোনয়নপত্র জমা দেয় না। বাংলাদেশেও মেয়াদ শেষে বর্তমান স্পিকারের সঙ্গে কোনো প্রার্থীই মনোনয়ন জমা দেয়নি। বাংলাদেশেও উন্নত বিশ্বের পদ্ধতি চালু হলো। ”

আবু হাফিজ আরো বলেন, “আমরা দ্রুত গেজেট করে ফেলব।

পরদিন সংসদের অধিবেশন রয়েছে, যাতে তিনি শপথ নিয়েই অধিবেশনে ফিরতে পারেন, সে বিষয়টিও দেখতে হবে। ”

নির্বাচন কমিশন গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে। স্পিকার হিসেবে সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন শিরীন শারমিন। তবে সংসদ সদস্য হিসেবে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করে আনুষ্ঠানিকতা সারবেন। স্পিকারকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

গত নবম জাতীয় সংসদে প্রথমবারের মতো আইনসভায় আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.