রংপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহমেদ মঙ্গলবার সকালে এই আসনের উপনির্বাচনে শিরীন শারমিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নির্বাচন কমিশন থেকে গেজেট জারি করে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয় বলে ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মিজানুর রহমান জানান।
বুধবার সকাল ১০টায় সংসদ ভবনে শিরীন শারমিনের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। স্পিকার হিসেবে তিনি নিজেই শপথবাক্য পড়ে শপথনামায় সই করবেন।
এর ফলে বর্তমান স্পিকার শিরীন শারমিন নির্বাচিত সংসদ সদস্য হিসাবেই বুধবার দশম সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে পারবেন।
পরবর্তী স্পিকার পদে তার নির্বাচিত হওয়ার ক্ষেত্রেও আইনি বাধা থাকবে না।
সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার পদে মনোনয়ন চূড়ান্ত হওয়ার কথা।
আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেয়ার পর নবম সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য শিরীন শারমিন দেশের প্রথম নারী স্পিকার হিসাবে সংসদের কর্তৃত্বে আসেন।
নোয়াখালীর এই আওয়ামী লীগ নেতা গত ৫ জানুয়ারির নির্বাচনে সরাসরি অংশ নিতে চাইলেও মনোনয়ন পাননি। এরপর শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপ নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সুযোগ পান তিনি।
ওই আসন থেকেই তিনি এবার সংসদে আসছেন।
সংরক্ষিত আসন থেকে এমপি হওয়ার জন্যও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। তবে ওই নির্বাচন সংসদ শুরুর আগে হচ্ছে না।
সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচনের বিধান থাকায় শিরীন শারমিনের স্পিকারের পদে থাকার সুযোগ দূরে সরে যাচ্ছিল। এর মধ্যেই দুটি আসনে বিজয়ী আওয়ামী লীগ সভানেত্রী পীরগঞ্জেরটি ছেড়ে দিলে সেখানে প্রার্থী করা হয় শিরীন শারমিনকে।
অতীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বীদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নজির থাকলেও শিরীন শারমিনের ক্ষেত্রে আগেই ব্যবস্থা নিল ইসি।
অবশ্য নির্বাচন কমিশনার আবু হাফিজের দাবি, তারা মোটেও ‘তড়িঘড়ি’ করেননি।
আইনের বিষয় তুলে ধরে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একই আসনে একাধিক প্রার্থী থাকলে বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পায় প্রার্থীরা। এক্ষেত্রে ন্যূনতম তিনদিন সময় দেয়া হয়।
“যেহেতু একমাত্র প্রার্থী (শিরীন শারমিন) তা প্রত্যাহার করবেন না, সেজন্য এবার তার প্রয়োজন নেই।
একক প্রার্থী থাকলে ততোদিন পর্য্যন্ত অপেক্ষার প্রয়োজন পড়বে না। ”
বিদায়ী স্পিকারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়ও ব্যতিক্রম দেখছেন না নির্বাচন কমিশনার হাফিজ।
“ব্রিটেনে স্পিকারের বিরুদ্ধে নির্বাচনের জন্য কোনো দলই মনোনয়নপত্র জমা দেয় না। বাংলাদেশেও মেয়াদ শেষে বর্তমান স্পিকারের সঙ্গে কোনো প্রার্থীই মনোনয়ন জমা দেয়নি। বাংলাদেশেও উন্নত বিশ্বের পদ্ধতি চালু হলো।
”
নির্বাচন কমিশন গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।
গত নবম জাতীয় সংসদে প্রথমবারের মতো আইনসভায় আসেন পেশায় আইনজীবী শিরীন শারমিন। স্পিকার নির্বাচিত হওয়ার আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
শিরীন শারমিনের জন্ম ১৯৬৬ সালে ৬ অক্টোবর ঢাকায়। বাবা রফিকউল্লাহ চৌধুরী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব।
মা অধ্যাপক নাইয়ার সুলতানা বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।