নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুরে বুধবার রাতে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি দোকান ভাঙচুরের করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বিক্ষোভ করেছে বিএনপি-জামায়াত
নেতা-কর্মীরা।
এলাকাবাসী জানান, বুধবার কেন্দ্র ঘোষিত কালো পতাকা মিছিল শেষে রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে আহম্মেদপুর বাসস্ট্যান্ডে বিএনপি কর্মী আওয়ালকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা মারপিট করে। খবর পেয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা এগিয়ে এলে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি সমর্থিত দুই ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর করে আওয়ামী লীগ কর্মীরা। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ১০ জন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কৃষ্ণ মোহন জানান, সংঘর্ষের খবর পেয়েছি। তবে কোনো পক্ষ মামলা করেনি। মামলা হলে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।