আমাদের কথা খুঁজে নিন

   

পাস হবে কার্য উপদেষ্টা কমিটি

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশন শুরু হবে আজ বিকাল সাড়ে ৪টায়। আজকের বৈঠকে চলতি সংসদের কার্যউপদেষ্টা কমিটি গঠন ও পাস হবে। এ বৈঠকে নির্ধারণ হবে কত দিন চলবে দশম সংসদের চলতি অধিবেশন। এ ছাড়া সংসদের সামনে রয়েছে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কাজ। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব গ্রহণ ও সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

২৯ জানুয়ারি দশম সংসদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন, সভাপতিমণ্ডলীর মনোনয়ন ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এরপর প্রথা অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উদ্বোধনী অধিবেশন হওয়ার কারণে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক ছাড়াই ২৯ জানুয়ারি শুরু হয়েছিল দশম জাতীয় সংসদের প্রথম অধিবশেন। সংসদ সচিবালয় জানায়, সংসদের চলতি অধিবেশন কত দিন চলবে এখনো জানেন না তারা। কারণ দশম সংসদ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে কার্যউপদেষ্টা কমিটিসহ নবম সংসদের সব কমিটি। সে কারণে চলতি অধিবেশনের মেয়াদ কত দিন হবে, প্রতিদিন কখন অধিবেশন শুরু হবে এসব বিষয় এখনো ঠিক হয়নি। আজকের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। সাধারণত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ এবং হুইপরা অধিবেশনের মেয়াদ নির্ধারণ করেন। এ ছাড়া অধিবেশনে কে কত সময় আলোচনা করবেন, বিরোধী দলের জন্য কত সময় বরাদ্দ থাকবে এসব বিষয়ও কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে নির্ধারণ করা হয়। সংসদ সচিবালয় জানায়, ২৯ জানুয়ারি যেহেতু দশম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন ছিল, তাই স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় চিফ হুইপ ও হুইপ নির্বাচন প্রক্রিয়ায় বেশি ব্যস্ততার কারণে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.