আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরে ভাগ্নের লাঠির আঘাতে মামী খুন

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর গ্রামে গতকাল রাতে ভাগ্নে পান্নু বেপারীর (২২) লাঠির আঘাতে মামী আনোয়ার বেগম (৫৫) মারা গেছে।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল দুপুরে মস্তফাপুরের মজনু বেপারীর গরু সেকম আলী বেপারীর ফল গাছের চারা খেয়ে ফেলে। এনিয়ে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় সেকম আলী বেপারীর ছেলে পান্নু বেপারী লাঠি দিয়ে মজনু বেপারীর স্ত্রী আনোয়ারা বেগমের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়।

প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতে আনোয়ারা বেগমের অবস্থা আশংকাজনক হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ৮টার দিকে মারা যায়।

মাদারীপুর মডেল থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটির কথা শুনে সাথে সাথেই ওসি (তদন্ত) সুভাষ কুমার পাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। রাতে ঢাকা নেয়ার পথে আহত আনোয়ারা বেগম মারা গেছে। আমরা পুলিশ তদন্তের জন্য নিহতের পরিবারকে লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানোর নির্দেশ দিয়েছি।

তবে এ ব্যাপারে পারিবারিকভাবে দুপুর পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।

মাদারীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বক্কর সিদ্দিক বলেন, আমি খবরটি শুনেছি। এই ঘটনায় তদন্তের জন্য মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলা হয়েছে। ঘটনার পর থেকেই পান্নু বেপারীর পরিবারের লোকজন পলাতক রয়েছে।  



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.