আমাদের কথা খুঁজে নিন

   

গৃহকর্মীদের জন্য নীতিমালা তৈরির নির্দেশ ÷

গৃহকর্মীদের ওপর অমানবিক আচরণ বন্ধ ও তাদের একটি নিয়মের মধ্যে আনতে নীতিমালা তৈরি এবং রাজধানীর বস্তিবাসী দরিদ্র মানুষের জন্য নূ্যনতম মূল্যে থাকার ব্যবস্থা করতে একাধিক বহুতল ভবন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রম মন্ত্রণালয়ে দাফতরিক কাজ শেষে ফেরার পর শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের এসব কথা জানান। নতুন মন্ত্রিসভায় শ্রম মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী নিয়োগ দেওয়া হয়নি। এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের হাতে রেখেছেন। গতকাল মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী সচিবালয়ে আট নম্বর ভবনে শ্রম মন্ত্রণালয়ের নিজ দফতরে অফিস করেন। সকাল ১০টায় তিনি দফতরে যান। প্রায় তিন ঘণ্টা অফিস করেন। এ সময় প্রধানমন্ত্রী শ্রম প্রতিমন্ত্রী, শ্রম মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও এর অধীন সব দফতর, অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেন। দুপুর সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের দফতর ত্যাগ করেন। পরে প্রতিমন্ত্রী মুজিবুল হক সাংবাদিকদের বলেন, তারা মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন কর্মকাণ্ডের কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী সেসব বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন। প্রতিমন্ত্রী বলেন, শ্রম মন্ত্রণালয়ের লেবার ডাইরেক্টরির অধীনে ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় মন্ত্রণালয়ের বহু জমি পরিত্যক্ত পড়ে আছে। সেগুলো উদ্ধার করে শ্রমিকদের জন্য একটি হাসপাতাল এবং প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী সম্মতি জানিয়ে বলেছেন, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন থেকে নূ্যনতম ঋণ নিয়ে বহুতল ভবন নির্মাণ করার পরামর্শ দেন। মুজিবুল হক আরও জানান, গৃহকর্মীদের সঙ্গে যে অমানবিক আচরণ করা হয় তা বন্ধে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে প্রধানমন্ত্রী গৃহকর্মীদের জন্য নীতিমালা করার জন্য প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দেন। এতে গৃহকর্মীদের বেতন নির্ধারণের বিষয়টিও উল্লেখ করা হবে। আর কেউ গৃহকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও জোরালোভাবে থাকবে বলে জানান প্রতিমন্ত্রী। এ ছাড়া প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, অনেকেই হয়তো মনে করতে পারেন এ মন্ত্রণালয়ের কোনো গুরুত্ব নেই। কিন্তু তাদের এ ধারণা সঠিক নয়। মনে রাখতে হবে এই মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

সচিবালয়ে কঠোর নিরাপত্তা : এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রম মন্ত্রণালয়ে অফিস করাকে ঘিরে গতকাল সচিবালয়জুড়ে ছিল কঠোর নিরাপত্তা। আট নম্বর ভবনের মধ্যের লিফট থেকে পূর্ব দিক পর্যন্ত গতকাল পুরোটাই ছিল সংরক্ষিত এলাকা। প্রধানমন্ত্রী সচিবালয়ে ঢোকার পর আট নম্বর ভবনের মধ্যের ও পূর্ব পাশের লিফট ব্যবহার করে কাউকেই ওই ভবনে যেতে দেওয়া হয়নি। এমনকি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও যেতে পারেননি। প্রধানমন্ত্রী যতক্ষণ ছিলেন ততক্ষণ পর্যন্তই এমন নিরাপত্তা ছিল। মধ্যের ও পূর্ব পাশের লিফটে প্রবেশের কলাপসিবল গেট বন্ধ ছিল। এ ছাড়া আট নম্বর ভবনের উত্তর ও দক্ষিণ পাশে পার্কিং এলাকায় কোনো গাড়ি রাখতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এসএসএফ-এর সদস্যদের পাশাপাশি পুলিশ, আর্মড পুলিশ এবং সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন সার্বক্ষণিক তৎপর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.