আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রী-নেতাদের কাজের মূল্যায়ন করবে আওয়া÷

মন্ত্রিপরিষদের সদস্য এবং দলীয় নেতাদের কাজের মূল্যায়ন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মাসে মাসে এ মূল্যায়নের ভিত্তিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ভালো করলে মন্ত্রী ও নেতাদের জন্য মিলবে পুরস্কার, খারাপ করলে মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং দল থেকে পদ হারাতে হতে পারে। এ মূল্যায়নের ভিত্তিতে সুশাসনকে গুরুত্ব দিয়ে দেশ ও দল চালাতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।নির্ভরযোগ্য সূত্রমতে, সরকারের উন্নয়ন কাজের 'মনিটর' করবেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে দেওয়া হবে সর্বোচ্চ গুরুত্ব। প্রধানমন্ত্রী কোনো উন্নয়নের ফলক উন্মোচন করার পর তা শেষ করার তাগাদাপত্র যাবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। উন্নয়ন কাজে অনিয়ম, স্থবিরতা মানবে না সরকার। এ ব্যাপারে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। দল পরিচালনার ক্ষেত্রে থাকবে একই নীতিমালা। সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডার ও চাঁদাবাজিতে জড়ালে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্রমতে, এবার সরকার গঠনের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নীতিনির্ধারকদের এ ব্যাপারে স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। সাংগঠনিক কাজে কেউ দক্ষতা দেখালে তাকে গুরুত্বপূর্ণ নেতৃত্বে নিয়ে আসা হবে।

বিগত ৫ বছরের ধারায় কোনো নেতার কারণে সাংগঠনিক বিপর্যয় এলে তাকে দলীয় পদে রাখা হবে না। এ ব্যাপারে আওয়ামী লীগ সভানেত্রী দলের কার্যনির্বাহী কমিটির সভায়ও সবাইকে সতর্ক করেছেন। যেসব জেলা, থানা ও ইউনিয়নে দীর্ঘদিন কাউন্সিল হচ্ছে না সেখানে দ্রুত কাউন্সিলের নির্দেশ দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে তৃণমূলের দলীয় সম্মেলন শেষ করতে শেখ হাসিনা একটি সময়সীমাও বেঁধে দিয়েছেন। আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, আগামী মে মাসে পাঁচটি পর্বে অনুষ্ঠেয় উপজেলা নির্বাচন শেষ হলে জেলা ও উপজেলা পর্যায়ে দলীয় সম্মেলন করা হবে। দলকে ঢেলে সাজাতেই শেখ হাসিনা সারা দেশে কাউন্সিলের ওপর গুরুত্ব দিয়েছেন। সূত্রমতে, ঢাকা মহানগর থেকে শুরু করে জেলা ও উপজেলায় এবার যোগ্য, মেধাবী ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের কমিটিতে আনা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.