আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে বিদ্রোহী ঠেকাতে মরিয়া আওয়ামী লীগ

সিলেট জেলার ৬টি আসনের মধ্যে দুটিতে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সিলেট-২ আসনে জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের 'বিদ্রোহী' প্রার্থী মুহিবুর রহমান। আর সিলেট-৪ আসনে আওয়ামী লীগের ইমরান আহমদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই দলের 'বিদ্রোহী' প্রার্থী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ। এ দুই 'বিদ্রোহী' ঠেকাতে নির্বাচনে মাঠে সরব ছিল আওয়ামী লীগ। তাই ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে যতটা না আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ 'বিদ্রোহী' প্রার্থীদের নিয়ে। সিলেট-২ আসনে প্রথম দিকে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী একা থাকলেও শেষের দিকে 'বিদ্রোহী' প্রার্থী মুহিবুর রহমানকে ঠেকাতে মাঠ চষে বেড়ান আওয়ামী লীগ নেতারা। জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাঠে নামায় ওই আসনের নির্বাচনী উত্তাপে নতুন মাত্রা যোগ হয়। এদিকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা লাঙলের পক্ষে কাজ করতে গিয়ে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন 'বিদ্রোহী' প্রার্থী মুহিবুর রহমান। এদিকে সিলেট-৪ আসনে বর্তমান এমপি ইমরান আহমদের সঙ্গে ভোটের মাঠে সমান তালে লড়ে গেছেন 'বিদ্রোহী' প্রার্থী ফারুক আহমদ। ইমরান আহমদকে অস্থানীয় প্রার্থী আখ্যায়িত করে ফারুক আহমদের কর্মীদের প্রচারণা ভোটারদের মনে দাগ কাটতে সক্ষম হয়। দলীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, সিলেটের দুটি আসনে 'বিদ্রোহীদের ঠেকানো এখন আওয়ামী লীগের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায়ও অংশ নিয়েছেন। জেলার নেতা ছাড়াও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সিলেট-৪ আসনে ইমরান আহমদের নির্বাচনী জনসভায় নৌকা মার্কায় ভোট চেয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.