আমাদের কথা খুঁজে নিন

   

জঙ্গিবাদ রুখতে হবে

জঙ্গিবাদ এ মুহূর্তে একটি বিশ্বজনীন সমস্যা। আমাদের এই গ্রহের শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে গ্রাস করতে চলেছে জঙ্গিবাদের অবাঞ্ছিত ধ্যান-ধারণা। পবিত্র ধর্মের নামেও জঙ্গিবাদ থাবা বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। ইসলাম শব্দের অর্থই হলো শান্তি। শান্তির সঙ্গে সন্ত্রাসের দূরতম সম্পর্কও কাঙ্ক্ষিত নয়। অথচ শান্তির ধর্ম ইসলামের নামেও চলছে জঙ্গিবাদের অপচর্চা। একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, নারী ধর্ষণ, লুটপাট ও বাড়িঘরে অগি্নসংযোগ করেছিল মানবতার যেসব শত্রু, তাদের বিচার রোধে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে কার্যত জিহাদ ঘোষণা করেছে বিপথগামী চিন্তা-চেতনার এসব অনুসারী। ইসলামে অকারণ হত্যাকাণ্ডকে নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, এ ধরনের হত্যাকাণ্ডে যারা জড়িত তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। মুসলমান হিসেবে কোনো মুসলমানের হত্যায় জড়িত হওয়া ধর্মীয় দৃষ্টিতে জঘন্য অপরাধ। এমনকি অন্য ধর্মের লোকদের হত্যা করার জন্যও কঠিন সাজা ভোগ করতে হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত এক সেমিনারে জঙ্গিবাদের হুমকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেমিনারের বিশিষ্টজনরা জঙ্গিবাদ রুখতে এর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর রাজনীতি নিষিদ্ধ, জঙ্গিবাদীদের অর্থের উৎস বন্ধ, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার ও নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়া এবং টাস্কফোর্স গঠন ও যেসব দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে সেসব দেশের সঙ্গে সম্পর্কোচ্ছেদের সুপারিশ করা হয়। জঙ্গিবাদের হুমকি মোকাবিলায় সেমিনারে যেসব সুপারিশ করা হয়েছে তা বাস্তবায়নের ওপর স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অস্তিত্ব অনেকাংশে নির্ভরশীল। কারণ জঙ্গিবাদের হোতা হিসেবে পরিচিত আল-কায়েদা ইতোমধ্যে বাংলাদেশের অভ্যুদয় নিয়েই প্রশ্ন তুলেছে। গত পাঁচ বছরে জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভূমিকা রাখা হলেও এই ভয়ঙ্কর দৈত্যের অস্তিত্ব বিলীন করা সম্ভব হয়নি। এ প্রেক্ষাপটে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। ইসলাম ও জঙ্গিবাদ যে এক নয় সে সত্যিও স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.