আমাদের কথা খুঁজে নিন

   

ভোট হয়েছে শান্তিপূর্ণ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম বলেছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সারা দেশে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তাই দেশের সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী টহল দিয়েছে। যেখানেই আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। গতকাল বিকালে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে এইচটি ইমাম বলেন, বিএনপির জন্মলগ্ন থেকেই তাদের একটি লাইংস্পিনিং মিল আছে। মিথ্যা কথার চ্যাম্পিয়ন বিএনপি। বারে বারে মিথ্যা কথা বলে সবাইকে বিশ্বাস করাতে চায়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক এ উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রের যেসব নির্বাচন অনুষ্ঠিত হয় তা নির্বাচন কমিশন করবে। সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। প্রথম পর্যায়ে যেভাবে শান্তিপূর্ণ নির্বাচনের ধারা সৃষ্টি হয়েছে। যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তা পরবর্তী পর্যায়ে সুধরে নেওয়া হবে। বিএনপির প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বিএনপির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এটা মিথ্যা কথা। বিভিন্ন জায়গায় বিএনপি সমর্থকরাই আমাদের প্রার্থী ও পোলিং এজেন্টদের বের করে দিয়েছেন। উল্লাপাড়ায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর হঠাৎ করে জামায়াত সমর্থকরা কেন্দ্রে গিয়ে অগি্নসংযোগ করে। আইনশৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণ করেছে। সব নির্বাচনেই এমন কিছু ছোটখাটো ঘটনা ঘটে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা। মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজেনার রাজশাহীর সফরের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, ড্যান মোজেনা রাজশাহী বিভাগে গিয়েছেন। তার সঙ্গে ৫০ জন পর্যবেক্ষক নিয়ে গেছেন। তারা বলেছে নির্বাচনের পরিবেশে তারা সন্তুষ্ট। কাজেই বিদেশিদের আগ্রহও কম নয়। পোলিং এজেন্টকে পূর্বের অভিযোগের ভিত্তিতে পুলিশ ধরে নিয়ে গেছে এটা কী সরকারের চাপ প্রয়োগ কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, পোলিং এজেন্ট যদি বেআইনি কাজ করে থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যেতে পারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, দলের কেন্দ্রীয় নেতা আফম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট আবদুল মান্নান খান, ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ড. হাছান মাহমুদ, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.