পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দেওয়া এক প্রাতঃরাশ বৈঠকের পর সরকার ও তালেবান পক্ষের শান্তি আলোচকরা গতকাল উভয় পক্ষের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের আহ্বান জানিয়েছেন। বিদ্রোহী যোদ্ধারা ২৩ জন অপহৃত সৈন্য হত্যার পর সাত বছর ধরে চলা তালেবান বিদ্রোহ অবসানের লক্ষ্যে সূচিত শান্তি আলোচনা বন্ধ হয়ে যাওয়ার দুই সপ্তাহ পর বুধবার আবার আলোচনা শুরু হয়েছে। তালেবানরা ২৩ সৈন্য হত্যার পর সামরিক বাহিনী এ ঘটনার জবাবে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়ে শতাধিক বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করে। এরপর তালেবান গত সপ্তাহে এক মাসব্যাপী অস্ত্রবিরতি ঘোষণা করে। তবে আলোচকরা এ পর্যন্ত মধ্যস্থতাকারী দলের মাধ্যমেই যোগাযোগ সেরেছেন। কিছু কিছু পর্যবেক্ষক মনে করেন এতে করে কার্যকারিতা বিঘি্নত হয়েছে। সরকার পক্ষের প্রধান আলোচক ইরফান সিদ্দিক বৈঠকের পর বলেন, 'আমরা এই কমিটির বদলে একটি কার্যকর ফোরামের ওপর দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।' তিনি বলেন, 'আমরা মনে করি পরবর্র্তী পর্যায়ে স্পর্শকাতর বিষয়াদি এবং দাবি-দাওয়াগুলো উঠে আসবে। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।