বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী অ্যাঞ্জেলা মরকেল। তিনি জার্মানির চ্যান্সেলর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস প্রকাশিত ২০১৩ সালের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় শীর্ষ নারী নির্বাচিত হন তিনি। ক্ষমতাবান এই নারী নেত্রী বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বিশ্ব রাজনীতিতে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ অংশগ্রহণ রয়েছে তার। তার নেতৃত্বেই জার্মানিকে বিভিন্ন বিতর্কের ঊধের্্ব রেখে শাসনব্যবস্থায় এখন সফল বলা চলে। জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন তথা বিশ্ব রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মানুষটির জন্ম ১৯৫৭ সালের
১৭ জুলাই পশ্চিম জার্মানির হামবুর্গে। জার্মানির ইতিহাসের প্রথম এই চ্যান্সেলর লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচারের পর দ্বিতীয় নারী হিসেবে জি-৮-এর চেয়ারম্যান নির্বাচিত হন ২০০৭ সালে। মরকেলের বাবার নাম হোর্স্ট কাসনার এবং মায়ের নাম হারলিন। অ্যাঞ্জেলা ডরোথি ক্যাসনার যিনি অ্যাঞ্জেলা মরকেল নামে বেশি পরিচিত। মরকেল জার্মানির বর্তমান ও প্রথম নারী চ্যান্সেলর হিসেবে দেশ পরিচালনায় নিয়োজিত আছেন। সরকার পরিচালনায় তার সাহস, মেধা ও কঠোর সিদ্ধান্ত বৈশ্বিক মহলে সমাদৃত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।