ক্যারিবীয় কিংবদন্তি তারকা ব্রায়ান লারার সঙ্গে দারুণ মিল ড্যারেন ব্রাভোর। স্বভাবে, চলনে কিংবা খেলার স্টাইলে। অনেকে তাই ড্যারেন ব্রাভোকে লারার 'ক্লোন' বলে মজা করতেন। তবে 'ক্লোন' না হলেও লারার সঙ্গে আত্দীয়তার একটা বন্ধন তো রয়েছেই। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির এক দুঃসম্পর্কের বোনের ছেলে। ব্রাভো ছোটবেলা থেকেই মামা লারাকে অনুসরণ করতেন। কিন্তু ২২ গজে ব্যাট হাতে দাঁড়িয়ে লারাকেও যে ছাপিয়ে যাবেন কী কখনো কল্পনাও করেছেন? শুধু লারা কেন, ফলোঅন করতে নেমে ড্যারেন ব্রাভো যেভাবে ডাবল সেঞ্চুরি আদায় করে নিলেন তা তো ক্যারিবীয় কোনো ব্যাটসম্যানই করতে পারেননি। তাছাড়া টেস্ট ক্রিকেটের ১৩৬ বছরের ইতিহাসে এটি সপ্তম ঘটনা। ডানেডিন টেস্টের চতুর্থ দিন শেষে ২১০ রানে অপরাজিত থেকে ব্রাভো নিজেও এক মাইলফলক স্পর্শ করে ফেললেন, দলকেও টেনে তুললেন ওপরে। ৩৯৬ রানে পিছিয়ে থেকে ফলোঅন করতে নেমে ৪৭ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।