আমাদের কথা খুঁজে নিন

   

অভিজাত অপরাধীরা

রাজধানীতে অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্তদের এক উল্লেখযোগ্য অংশ তথাকথিত অভিজাত বা ধনাঢ্য পরিবারের সদস্য। এদের কেউ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েছে সঙ্গদোষ বা মাদকের অর্থ জোগাড়ের জন্য। কারও কারও বিকৃত মানসিকতা অপরাধ জগতের সঙ্গে তাদের সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করেছে। আমাদের দেশের ধনাঢ্য পরিবারগুলোর একাংশের ইতিহাস খুব একটা স্বচ্ছ নয়। লুটেরা মনোবৃত্তি ধনাঢ্য হিসেবে তাদের উত্থানে অবদান রেখেছে। স্বভাবের সঙ্গে দুর্বৃত্ত মনোভাবের সম্পর্ক থাকায় অভিজাত হিসেবে সমাজে পরিচিতি লাভের পরও তাদের মনোজগতে লক্ষণীয় কোনো পরিবর্তন আসেনি। কারণে-অকারণে নিছক অভ্যাস বলে তারা অপরাধবৃত্তিতে জড়িয়ে পড়ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত তথাকথিত অভিজাত পরিবারের সন্তানদের সংখ্যা নাকি এ মুহূর্তে বিপুল। যারা মূলত মাদকাসক্ত তারা মাদক কেনার অর্থ জোগাড় করতে ছিনতাইকারী হিসেবে আবিভর্ূত হতেও পিছপা হচ্ছে না। মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের এক বড় অংশই ধনাঢ্য পরিবারের সন্তান। সম্প্রতি বনানী ১ নম্বর রোডের এফ ব্লকের ১০৫ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি বিদেশি পিস্তল, ৭টি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি ও গুলির খোসা, ল্যান্ডক্রুজার ও প্রিমিও নামে দুটি চোরাই গাড়ি, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ২৭টি বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ছোরা, ১টি এয়ারগান, ৪টি শক্তিশালী পেট্রলবোমা, দেশি-বিদেশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছে। প্রতারণার মাধ্যমে গাড়ি ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল তথাকথিত অভিজাত পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে, এ অপরাধী চক্রের সদস্যরা কোথাও অভিযানে গেলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দিত। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে নেওয়া হতো এ ব্যবস্থা। নিজেদের পুলিশ, র্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়েও পাতা হতো প্রতারণার ফাঁদ। আমরা আশা করব, অপরাধীদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে পুলিশ গ্রেফতারকৃতদের ব্যাপারে আরও অনুসন্ধান চালাবে। এ ধরনের অপরাধে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.