আমাদের কথা খুঁজে নিন

   

সাবেক এমপি জহির উদ্দিন স্বপনসহ ৯ নেতাকর্ম

বরিশালের গৌরনদীতে ২০০১ সালে এক কৃষক লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় বিএনপি দলীয় সাবেক এমপি জহিরউদ্দিন স্বপনসহ অন্তত নয় নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহিদুল কবির গতকাল এই নির্দেশ দেন। মামলায় সাবেক এমপি স্বপন ছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন- সরোয়ার প্যাদা, মশিউর, লিটন, জামাল প্যাদা, হারুন আকন, জামাল বেপারি, শওকত ও হালিম। সংশ্লিষ্ট আদালতের জিআরও পরোশ কুমার মামলার নথির বরাত দিয়ে জানান, ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর রাতে সাবেক এমপি জহিরউদ্দিন স্বপনসহ তার দলবল নিয়ে গৌরনদী উপজেলা কৃষক লীগ নেতা দেলোয়ার হোসেনের কুড়ির চর গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন। ওই সময় জহিরউদ্দিন স্বপনসহ অন্যরা দেলোয়ারকে প্রাণনাশের হুমকি দেয়।

ওই ঘটনায় গত বছর দেলোয়ার গৌরনদী থানায় সাবেক এমপি জহিরউদ্দিন স্বপনসহ ১২/১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে জহিরউদ্দিন স্বপনসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। এই মামলায় স্বপন উচ্চাদালতের জামিনে থাকলেও গতকাল নির্ধারিত দিনে নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। অপর ৮ আসামির বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা বলবত ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.