আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? ইংরেজিতে জিজ্ঞেস করতেই মেয়েটি বাংলায় বলে উঠল, আপনি কি স্থানীয়? সম্মতি দেওয়ার সঙ্গে বিস্ময়ের সৃষ্টি হলো। সেই সঙ্গে আনন্দও। নেপালের মেয়ে বাংলায় কথা বলছে! বিস্ময়ের প্রকাশ ঘটতেই বলল, বাংলাদেশে চার বছর ধরে পড়াশুনা করছি। কোথায়? ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রামে (ইউএসটিসি)। মেয়েটির নাম ঋতু। কেবল ঋতুই নয়, গতকাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের খেলা দেখতে একই বিশ্ববিদ্যালয়ের কয়েকশত নেপালি এসেছিল। এতো গেল নেপালের কথা। ভিন্ন স্থানে আফগান পতাকাধারীদের জটলাও দেখা গেল। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই নাম বলল, নাফিসা আলিজাদা। আফগানিস্তান থেকে এসেছেন কেবল খেলা দেখার জন্য? নাহ্ আফগানদের জটলাটাও চট্টগ্রামেরই বাসিন্দা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানে (এইউডবি্লউ) ৪৫ জন আফগান স্টুডেন্ট রয়েছে। দল বেঁধে তারা দলের খেলা উপভোগ করতে এসেছে। তবে নেপালি আর আফগান দর্শকদের মাঠে উপস্থিতি কেবল খেলা দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকল না। দুই দলের সমর্থকরা মাঠের লড়াইটাকে গ্যালারিতে টেনে আনল। 'নেপাল, নেপাল' আর 'আফগানিস্তান, আফগানিস্তান' রবে উচ্চরিত হলো গ্যালারির একটা অংশ। নেপালি ও আফগানদের উৎসাহ দেখে অনেক বাংলাদেশি সমর্থকও তাদেরকে উৎসাহ দিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।