আমাদের কথা খুঁজে নিন

   

উপচেপড়া ঝুড়ি

সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে অভিহত করেছিলেন তলাবিহীন ঝুড়ি হিসেবে। চার দশক পর সে মন্তব্যকে ভুল বলে স্বীকার করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাবি্লউ মোজেনা। তিনি বলেছেন, বাংলাদেশ তলাবিহীন নয়, বরং উপচেপড়া ঝুড়ি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মার্কিন রাষ্ট্রদূতের দেওয়া বক্তব্য বিশেষ তাৎপর্যের দাবিদার। বাংলাদেশের মানুষের আত্দবিশ্বাস ও আত্দশক্তি অন্বেষণে এ বক্তব্য যেমন অনুপ্রেরণা জোগাবে তেমন চার দশক আগে অসঙ্গত বক্তব্যের জন্য বাংলাদেশের মানুষের হৃদয়ে যে ক্ষত সৃষ্টি হয়েছিল তা উপশমেও অবদান রাখবে বলে আশা করা যায়। মোজেনা বলেছেন, বাংলাদেশ অনেক সম্ভাবনার একটি দেশ। এ দেশের মানুষ কর্মঠ, পরিশ্রমী। শীঘ্রই এ দেশ এশিয়ার উদীয়মান টাইগারে রূপান্তর হবে- এমন আশাবাদও ব্যক্ত করেছেন তিনি। মার্কিন রাষ্ট্রদূতের আশাবাদ, 'বাংলাদেশ একদিন পরিণত হবে পৃথিবীর বৃহৎ পোশাক, জুতা, ওষুধ, সিরামিক ও চামড়াজাত পণ্যের রপ্তানিকারক দেশে। ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ।' তিনি শিক্ষার্থীদের বলেছেন, বাংলাদেশ এমনি এমনি মধ্যআয়ের দেশে পরিণত হবে না- এটি তৈরি করতে হবে। আজকের শিক্ষার্থীদের আগামী দিনের দেশ গড়ার কারিগর হিসেবে ভূমিকা পালন করতে হবে। সৃষ্টিকর্তা বাংলাদেশকে ভালোবাসেন। তাই তিনি অনেক কিছুই দিয়েছেন। এমন প্রশস্তি উচ্চারণ করে তিনি বলেন, পৃথিবীর সবচেয়ে উর্বর মাটি ও দূষণমুক্ত পানি এ দেশেই আছে। এ দেশে যেমন প্রচুর গ্যাস ও কয়লা রয়েছে তেমন এ দেশের মাটিতে তিনবার ফসলও উৎপাদিত হয়। বাংলাদেশের সম্ভাবনা সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূত যে আশাজাগানিয়া মন্তব্য করেছেন তা রূপায়ণের দায়িত্ব মূলত বাংলাদেশের মানুষের। এ ক্ষেত্রে আজকের যারা শিক্ষার্থী তাদের দায়িত্ব অনেক। বাংলাদেশ স্বাধীন হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে। দুনিয়ার কোনো জাতিকে তাদের স্বাধীনতার জন্য এত রক্ত দিতে হয়নি। রক্ত দিয়ে কেনা এই স্বাধীনতাকে অর্থবহ করতে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সে পথ রচনায় চাই আত্দপ্রত্যয় এবং আত্দবিশ্বাস। চাই দেশপ্রেম এবং হার না মানা মনোভাব। বাংলাদেশের মানুষ রূপকথায় ফিনিঙ্ পাখির মতো ভস্ম থেকে উড়াল দেওয়ার সামর্থ্য দেখিয়েছে। বিশ্বজয়ের সামর্থ্য দেখাতে তাদের আরও প্রত্যয়ী হতে হবে। হতে হবে শৃঙ্খলাপরায়ণ। চিন্তা-চেতনা থেকে ঝেড়ে ফেলতে হবে নেতিবাচক সব উপাদান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.