আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ে উদ্বেলিত আওয়ামী লীগ, ডাকাতির অভিযোগ জাসদের

চতুর্থ দফায় বরিশালের ৩ উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিপুল বিজয় হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৯টি পদের সবকটিতেই জিতেছে আওয়ামী লীগ সমর্থিতরা। বিএনপি, ইসলামী আন্দোলন ও সরকারের শরীক জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবুল কামাল আজাদ বাদল এ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই নির্বাচনে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে দাবি করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি বলেন, সরকারের উন্নয়ন ও অসাম্প্রদায়িক রাজনীতিকে সমর্থন দিয়েছেন ভোটাররা। তা ছাড়া বেগম খালেদা জিয়া ধ্বংসাত্মক রাজনীতিতে লিপ্ত থাকায় জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এদিকে এটিকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান বলেন, গণতন্ত্রের মুখোশ পরে রাতের অন্ধকারে জনগণের ভোটাধিকার হরণকারীদের পরিণতি শুভ হবে না। সুষ্ঠু-সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে বরিশাল অঞ্চলে আওয়ামী লীগের প্রার্থীদের জামানত থাকত না। 

তিনি অভিযোগ করেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আনুষ্ঠানিক ভোট হলেও বরিশালের সবগুলো উপজেলায় ভোট ডাকাতি হয়েছে রাতের অন্ধকারে। এদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনেছে সরকারের শরীক জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ বাদল রবিবার রাতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, উজিরপুরে আওয়ামী লীগ তার সুনিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.