আমাদের কথা খুঁজে নিন

   

আব্বাসের সঙ্গে কেরির 'গঠনমূলক' আলোচনা

মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার বিষয়ে জন কেরি ও মাহমুদ আব্বাসের মধ্যে 'গঠনমূলক' আলোচনা হয়েছে।

গতকাল মার্কিন পররাষ্ট্র দফতরের সিনিয়র এক কর্মকর্তা জানান, আম্মানে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে আলোচনার পর কেরি ও তার প্রতিনিধি দল ফিলিস্তিনের এ নেতার সঙ্গে জর্ডানের রাজধানীতে এক ভোজসভায় যোগ দেন এবং তার সঙ্গে চার ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা করেন। এ আলোচনাকে 'গঠনমূলক' হিসেবে উল্লেখ করে ওই মার্কিন কর্মকর্তা বলেন, এ ব্যাপারে আগামী কয়েকদিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট আব্বাস ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়াহুর সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে। এ সপ্তাহের শেষে ইসরায়েলের চতুর্থ ও শেষ ধাপে ১০৪ বন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

ইসরায়েলের এমন পদক্ষেপ দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর গত জুলাইয়ে আবারও শুরু হওয়া এ আলোচনা এগিয়ে যাবে কিনা সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এএফপি।

কারণ, শান্তি আলোচনা পুনরায় শুরু করার চুক্তির আওতায় ইসরায়েল জানায়, তারা ১০৪ বন্দীকে মুক্তি দেবে। এ পর্যন্ত ইসরায়েল ৭৮ বন্দীকে মুক্তি দিলেও চূড়ান্ত ধাপের বিশেষ করে ইসরায়েলি আরব জঙ্গিদের মুক্তি দেওয়ার ক্ষেত্রে নেতা নিয়াহুর মন্ত্রিপরিষদ বাধা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এএফপি।

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.