পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ বোমা হামলা চালিয়ে হত্যা প্রচেষ্টা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। গতকাল সকালে তার গাড়িবহর অতিক্রম করার কিছুক্ষণ আগে এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। দেশটিতে মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার চলছে। পুলিশ এ তথ্য জানায়। সামরিক হাসপাতাল থেকে ইসলামাবাদের উপকণ্ঠে তার বাসভবনে যাওয়ার সময় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। গত জানুয়ারি থেকে তিনি এ সামরিক হাসপাতালে অবস্থান করছিলেন। বোমা বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হয়নি এবং এখন পর্যন্ত কেউ এর দায়িত্ব স্বীকার করেনি। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা লিয়াকত নিয়াজি বলেন, 'সাবেক প্রেসিডেন্ট ঘটনাস্থল অতিক্রম করার প্রায় ২০ মিনিট আগে একটি সেতুর নিচের পাইপলাইনে পেতে রাখা চার কেজি ওজনের এ বোমার বিস্ফোরণ ঘটানো হয়।' বিবিসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।