আমাদের কথা খুঁজে নিন

   

জামালপুরে ট্রেন-সিএনজি সংঘর্ষ স্বামী-স্তú

জামালপুরে ট্রেন-সিএনজি সংঘর্ষে স্বামী, স্ত্রী ৩ সিএনজি যাত্রী নিহত ও ২ শিশু আহত হয়েছে। শহরের বিজিবি ক্যাম্প-সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দ্রুতগামী একটি সিএনজি বিজিবি ক্যাম্প-সংলগ্ন রেলক্রসিং অতিক্রম করার সময় দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এঙ্প্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সিএনজিটি ট্রেনের সঙ্গে আটকে যায়। প্রায় দুই কিলোমিটার যাওয়ার পর জামালপুর কোর্ট স্টেশনের কাছে সিএনজিটি রেললাইনের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে জামালপুর রেলওয়ে ও সদর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পেঁৗছে হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিযাত্রী মাবুবুল আলম ডল (৪৫) এবং হাসপাতালে নেওয়ার পর তার স্ত্রী আক্তার জাহান বিথি (৩৫) ও সিএনজি ড্রাইভার আবদুর রাজ্জাকের (৫৫) মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ডল ও বিথির দুই মেয়ে জিনিয়া (১০) ও মিনিয়াকে (৪) প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহতদের বাড়ি মেলান্দহ উপজেলার পয়লা গ্রামে। নিহত ডল পেশায় একজন পল্লী চিকিসৎক এবং তার স্ত্রী বিথি পয়লা বালিয়া বাড়ি ফাজিল মাদ্রাসার শিক্ষিকা ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.