আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ বছরে পারেননি ৫ দিনেও পারবেন না : নানক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি পাঁচ বছর আন্দোলন করে জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, আগামী ৫ দিনেও পারবে না। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গতকাল নানক এ কথা বলেন। বিরোধী দলের অনির্দিষ্টকালের জন্য ডাকা অবরোধ প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানক বলেন, জনদুর্ভোগ সৃষ্টিকারী অনির্দিষ্টকালের জন্য তথাকথিত অবরোধের কর্মসূচি অনতিবিলম্বে প্রত্যাহার করা উচিত। অন্যথায় গণবিরোধী এ কর্মসূচির বিরুদ্ধে জনগণ আরও কঠোর প্রতিরোধের পথ বেছে নেবে। তিনি বলেন, বিদেশি পর্যবেক্ষক না এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না- এটা আমাদের দেশে একটি বাজে ধারণার চর্চা শুরু হয়েছে। এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বিদেশি পর্যবেক্ষক এলে ভালো। নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের মানুষ। যেমন নিয়েছিল গত পাঁচ থেকে ছয় হাজার নির্বাচনে। তিনি বলেন, সন্ত্রাসী গণবিরোধীরা জনগণের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়ার কোনো সুযোগ পাবে না।

জাতীয় অগ্রগতি, উন্নয়ন, গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই। নানক বলেন, বিএনপি আন্দোলনের নামে জনগণের দৃষ্টিকে ঘুরিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। কোনো শক্তি নেই বর্তমান গণতান্ত্রিক সরকারের সূচিত এই ধারাকে বাধাগ্রস্ত করতে পারে। তাই আমরা বলতে চাই, জনগণই সব ক্ষমতার উৎস। বুলেট নয়, ব্যালটই রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের একমাত্র নিয়ামক। তিনি বলেন, বিরোধী দলের গোপন এজেন্ডা হচ্ছে স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ও খালেদা জিয়া পরিবারের প্রায় ডজনখানেক সদস্যের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা থেকে নিজেদের রক্ষা করা। এ সময় আদালত প্রাঙ্গণে সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন জাহাঙ্গীর কবির নানক।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.