টঙ্গীর কহর দরিয়া তুরাগ তীরে আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে ৪৯তম বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমা মুসলিম জাহানের অন্যতম মিলনমেলা হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। কাবাকেন্দ্রিক মুসলিম উম্মাহর এই মিলনমেলায় ৩০ লাখেরও বেশি মুসলি্ল অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গত কয়েক বছরের মতো এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে দুই পর্বে। প্রথম পর্ব শেষ হবে ২৬ জানুয়ারি। ওই দিন জোহরের নামাজের আগেই আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের মাহফিলের সমাপ্তি টানা হবে। এর পর চার দিন বিরতি শেষে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্বের মাহফিল। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় পর্বের ইজতেমা শেষ হবে। বিশ্ব ইজতেমা উপলক্ষে টঙ্গী নগরী সেজেছে নতুন সাজে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মুসলি্ল ইজতেমায় যোগ দিয়েছেন। তুরাগপাড়ে ৫০০ বিঘা জমির ওপর ইজতেমা উপলক্ষে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। বিদেশি মেহমানদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ইজতেমার নিরাপত্তা রক্ষায় সরকারের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব ও সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার হাজার হাজার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছেন। এ জন্য সর্বাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থাও নেওয়া হয়েছে। বিশ্ব ইজতেমা মুসলিম জাহানে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। এ দেশের মানুষ যে সত্যিকার অর্থেই ধর্মভীরু বিশ্ব ইজতেমার মাধ্যমে তা প্রকাশ পেয়েছে। কাবাকেন্দ্রিক মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতিতেও বিশ্ব ইজতেমার অবদান অনস্বীকার্য। মাঘের তীব্র শীতকে উপেক্ষা করে ৪৯তম বিশ্ব ইজতেমায় যেসব মুসলি্ল অংশ নিয়েছেন আমরা তাদের সবার প্রতি মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাদের সুস্থ রাখুন এমনটিও কাম্য। সফল হোক বিশ্ব ইজতেমা। দৃঢ়তর হোক বিশ্বাসী মানুষের ঐক্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।