আমাদের কথা খুঁজে নিন

   

সব সম্ভব!

মানুষ যখন বর্বর ছিল তখন আইনের শাসনের প্রশ্ন ছিল না। সভ্যতার হাত ধরে আইন এসেছে। কিš‘ পৃথিবীতে এখনও অনেকে সভ্য হয়ে উঠতে পারেনি। আইন তাদের অসভ্য রাখতে সহায়তা করছে। খুন, চাঁদাবাজি, মা¯ত্মানি, ধর্ষণঃ নির্বিঘেœ করা যায়, আইন কোনো বাধ সাধে নাÑ এমন কিছু ¯’ান এখনও পৃথিবীতে আছে।

বাংলাদেশ সম্ভবত এমনই একটি জায়গা। কেন এমনটা বলছি তার পক্ষে কিছু প্রসঙ্গÑ ১. বিশ্বজিৎকে প্রকাশ্যে পিটিয়ে-কুপিয়ে হত্যা করল ছাত্রলীগ। টিভিতে তাদের ছবি দেখা গেল। পত্রিকায় ছবির পাশাপাশি পরিচিতিও ছাপা হলো। কিš‘ তাদের চিনল না পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ।

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘যদি প্রমাণ পাওয়া যায় তবে বিচার হবে। ’ চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার নিয়ে কত টালবাহানা! রাষ্ট্রের অব¯’ান হত্যাকারীদের পক্ষে। ২. পোশাক শিল্প শ্রমিকরা পুড়ে মারা গেল অথবা পুড়িয়ে হত্যা করা হলো। রাষ্ট্র হত্যাকারী মালিকদের পক্ষে! ৩. বিএনপি সংসদে যায় না, নিয়মিত ভাতা, সুবিধা নেয়। ১৭ কোটি টাকার সুবিধা ইতোমধ্যে নিয়েছে।

শুল্কমুক্ত গাড়িসহ অন্যান্য সুবিধা তো আছেই। ৪. তারেক-কোকো দুর্নীতি করেছে। কোকোর দুর্নীতির অর্থ ফেরত পর্যšত্ম আনা হয়েছে। বিএনপি বলছে কোকো নির্দোষ! অপরাধ দুর্নীতি কাকে বলে? ৫. আবুল হোসেনকে আসামি করলে পরিবারের সদস্যদের নাম চলে আসবে,দুর্নীতির ষড়যন্ত্রে। সুতরাং যে কোনো উপায়ে বাঁচাতে হবে আবুলকে।

পদ্মা সেতু হলো কি না হলোÑ কিছু যায় আসে না। দেশের ইমেজ নিয়ে কোনো চিšত্মা নেই। ৬. নিজে এবং পরিবারের সদস্যরা তো এসএসএফ পাহারা নিয়ে নির্বিঘেœ পথ চলতে পারছেন, সুতরাং মেট্রোরেল জরুরি নয়। তাছাড়া মেট্রোরেলের পুরো কাজ করবে জাপান। সেখান থেকে ‘আয়’ করা কঠিন।

তার চেয়ে এই প্রকল্প বাতিল হলেই ভালো। সেটাই হতে চলেছে। ৭. যুদ্ধাপরাধের বিচারটা জরুরি নয়, বিচারের কথা বলে ভোট পাওয়াটা জরুরি। তাই ‘ছাগল দিয়ে হাল চাষে’ অবাক হওয়ার কিছু নেই। ৮. তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে যেহেতু জেতার সম্ভাবনা নেই, সুতরাং বিদায় তত্ত্বাবধায়ক সরকার! ৯. ধর্ষণের সেঞ্চুরি করা মানিক ছিল ছাত্রলীগ নেতা।

জাহাঙ্গীরনগরের সেই মানিককে বিদেশে পাঠানোর সুব্যব¯’া করা হয়েছিল। ১০. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফারুক হত্যাকারী শিবিরের কাছ থেকে অর্থ নিয়ে বিদেশে গেছেন ছাত্রলীগ নেতা। বিষয়টি ওপেন সিক্রেট! ১১. যুদ্ধাপরাধী মীর কাশেমের সঙ্গে গ্রেপ্তার হওয়ার আগে পর্যšত্ম মিটিং করেছে বর্তমান মন্ত্রিসভার এক সদস্য। ১২. পোশাক রপ্তানির জন্যে মার্কিন কোটা নাকি এখন আর দরকার নেই! হাজার হাজার কোটি টাকা আয় করার জন্যে আবুল হোসেনরা তো আছেই। তৃতীয় বিশ্বের অর্থ দিয়ে প্রথম বিশ্বে থাকা-খাওয়া তো আত্মীয়-পরিজনের অসুবিধা হ”েছ না।

নিজে রাষ্ট্রের অর্থে পুরো পৃথিবী ঘুরে ফেলছেন। ‘কোটা’ কি দরকার! ১৩. আর যেই হোক খালেদা জিয়া ক্ষমতায় না আসলেই হলো! ১৪. খুনের চিহ্নিত আসামি ‘অজ্ঞাত’ থাকবে। ফাঁসির আসামিকে রাষ্ট্রপতি মাফ করে দেবেন। ৬০ বছর হয়ে যাওয়ায় তাড়াতে হবে নোবেল বিজয়ীকে। আইন শুধু ড. ইউনূসের জন্যে! ১৫. সব সম্ভবের দেশ বাংলাদেশ! কারও কোনো সন্দেহ আছে গোলাম মোর্তোজা ঢাকা, ১৩.১২.২০১২ সূত্র : সাপ্তাহিক আজকাল, নিউইয়র্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.