আমাদের কথা খুঁজে নিন

   

কয়েক অণু কাব্য

জড় এক প্রসঙ্গ কাঠামোর নিবিড় পর্যবেক্ষক :P ১. খেলাম না হয় ছেঁকা উড়ল অনেক ট্যাকা পাবই ভাল বউ জানি; ভাগ্যে থাকলে লেখা। ২. নারী তুমি যেমনই হও "আহা!" কিংবা "ewW!! "পাঠিয়েছি Friend Request. খুলেছি ট্যাব New. ৩. খেলাম না হয় বাঁশ-ই ওষ্ঠে অটুট হাসি। চারিদিকে ভরা ফুল ভাবছেন আমি পুরাই লুল? ফুলটা তো ভাই সর্ষে জি হা এসেছি নতুন বর্ষে। ৪. তেল দিয়েছি নাকে ঘুমাবো বৈশাখে, জাপটে ধরে বালিশ। স্বপ্নেই খাবো ইলিশ।

৫. (আজকাল) চোখ রাখলে Page এ প্রশ্ন আসে মনে ভাইরে গোবর কেন লেজে?? ৬. বসে আছেন কি খাট এ? P.C টা কি Shut এ? ফুর্তি বহুত But এ মারা যাবে মাঠ এ। জি হ্যাঁ দিচ্ছে রেজাল্ট ৮ এ। (কোন এক পরীক্ষার রেজাল্ট ৮ তারিখে দেয়ার কথা ছিল। তখনকার লেখা) ৭. খুবতো দুলে হাসো কালেক্ট করো ক্রাশও। ভালো কি আমায় বাসো? একটু ঝেড়ে কাশো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.