আমাদের কথা খুঁজে নিন

   

একটি মুরগীর গরু হয়ে উঠা :O

এই সেই ............. চৌকোনা টেবিলের এক পাশে চেয়ার টেনে নিয়ে বসলাম। এখানে আমার নিত্যই বসতে হয়। নিত্যই বলতে সপ্তাহে ছয় দিন আবার কখনো কখনো সপ্তাহের সাতদিনই এখানে আমার হাজির হতে হয়। এখানে শুধু আমি একা নই আরো অনেকেই আসে, প্রথম আগমনকারী থেকে শুরু করে এখানেই যৌবন হারানো লোকটিও আসতে অরুচিবোদ করেন না। সবাই এখানে একই উদ্দেশ্যে আসেন এবং সচরাচর একই সময়ে।

কেউ কেউ একটু দেরী করেই আসেন কোলাহল মুক্ত থাকার জন্য। কিছুদিন যাবত সবার মুখে শুনে আসছিলাম এখানে প্রতিদিন বা মাঝে মাঝে মুরগী গরুতে পরিণত হয়, গরু মুরগীতে পরিণত হয়। কখনো কখনো আবার মাছ হয়ে যায় ডিম আর ডিম ভেঙ্গে বেরিয়ে আসে আস্ত মুরগী। অনেকেই নাকি এটা হতে দেখেছে আমি বিশ্বাস না করায় মোবাইলে ছবি তুলে আমাকে দেখিয়েছে কিন্তু তবুও আমার কেন যেন বিশ্বাস হয় না। এমনটা কখনো হয় নাকি! পৃথিবীর কোথাও এমন ঘটেছিল? মুরগী কিভাবে গরু হবে, গরু হয়ত কখনো মুরগীর মত আচরণ করতে পারে এর বেশী তার কাছ থেকে আশা করাই ভুল।

আমি অনেকদিন এখানে এসে বসে থেকেছি এমন ঘটনা স্বচক্ষে দেখার জন্য কিন্তু আমার দুর্ভাগ্যই বলতে হবে আমি বসে থাকা অবস্থায় এটি কখনোয় ঘটেনি। এমন ঘটনা না দেখতে পারার হতাশা আমার ভেতর যখন আগুন হয়ে জ্বলছিল তখনই আমার সামনে এমন ঘটনা দেখার সৌভাগ্য এসে উপস্থিত হয়। আর আমি তাজ্জব হয়ে তা দেখতে দেখতে সাক্ষী হয়ে যাই একটি মুরগীর গরু হয়ে যাওয়ার ঘটনায়। পৃথিবীতে তাহলে অসম্ভব বলে কিছুই নেই, মুরগীও কখনো কখনো গরু হয়। মুরগী থেকে রূপান্তরিত গরুটি হেটে হেটে না হেটে হেটে নয় বাটিতে চড়ে আমাদের প্লেটে এসে হাজির হয়।

আর আমরা সকলে রূপান্তরিত গরু দিয়ে দুপুরের খাবার খাই এবং ইতিহাসের পাতায় সেই বিলীন হয়ে যাওয়া মুরগীটিকে ঠাই দিই। (মুল ঘটনা: অফিসের ক্যান্টিনে প্রতিদিন কিছু না কিছু উটকো মেহমান এসে খেয়ে যান যাদের হিসাবে রান্না করা হয়নি। তারপর যিনি শেষে খাবার খেতে যান তিনি তরকারি না পেলে বাহিরের হোটেল থেকে উনার জন্য খাবার আনতে হয় এবং এখানেই একটি মুরগী গরুতে পরিণত হন। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.