আমাদের কথা খুঁজে নিন

   

কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় ?

কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় না ! তবে উচু পাহাড় কোনটি ?এটা কি তাজংডং? না সেটিও না, তাজিংডং বাংলাদেশের উচু দশটি পাহাড়ের মাঝেও নেই ! তবে বাংলাদেশের উচু পাহাড় কোনটি ? উচু পাহাড়টা মাপার উপায় কি ? আচ্ছা মানলাম এটা উচু পাহাড়, কিন্তু এর চেয়ে যে উচু পাহাড় নেই তার প্রমাণ কি? বাংলাদেশের সবচেয়ে উচু পাহাড় বান্দরবন জেলার দক্ষিনে মায়ানমার সীমান্তে । প্রচীন ম্যাপগুলোতে এর নাম মদলত্ল্যাং ( Modol tlang) : (বাংলায় যুক্ত বর্ন আসছে না!) আর বর্তমানে ট্রেকারদের কাছে সাকাহাফং নামে বেশ পরিচিতি পেয়েছে। পাহাড়ের উচ্চতা মাপার বিভিন্ণ পদ্ধতি আছে । আধুনিক কালে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এর উচ্চতা মাপা হয়। এগুলো অনেক বেশী সঠিক ও নির্ভরযোগ্য তথ্য দেয় । আর স্যাটেলাইটের প্রযুক্তিতে এগিয়ে আছে আমেরিকা-রাশিয়া। আমেরিকার নাসা থেকে প্রকাশিত ভৌগলিক তথ্যে দেখা যায় বাংলাদেশের সবচেয়ে উচু স্হান কেওকাড়াডং না, বরবগ এর থেকে দক্ষিন-পুবে মায়ানমার সীমান্তে । একই ভাবে রাশিয়ান স্যাটেলাইট থেকে প্রাপ্ত SRTM ডেটাও বলে একই কথা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.