আমাদের কথা খুঁজে নিন

   

আমার শৈশব-কৈশরের পত্রিকা-১

১৯৯১ সাল সম্ভবত। চট্রগ্রামে আমাদের স্কুলে বিশ্ববিদ্যালয় পডুয়া কিছু তরুণ একটি বইমেলার আয়োজন করে। এই মেলা থেকে আমি ‘আসন্ন'’র দুটি সংখ্যা কিনি। ছোটদের পত্রিকার সাথে এটাই আমার প্রথম পরিচয়। খুবই সুন্দর একটি প্রত্রিকা।

লেখাগুলো এতো ভাল লেগেছিল যে এখনো সেই লেখাগুলো আমার চোখের সামনে যেন ভাসছে। হ্যান্স এন্ডাসনকে নিয়ে লেখাটা পড়ে বুকটা হু হু করে উঠেছিলো। অনেক প্রাপ্তির পর কিছু দুঃখ নিয়েই মানুষ মারা যায়। সত্যজিৎ রায়ের ক্লাস ফ্রেন্ড গল্পটি। বজলুর রশীদের সর্দিবব্ধ ছড়া।

কি সুন্দরই না ছিল এক একটা সংখ্যা। এরপর থেকে দীর্ঘদিন আমি আসন্ন’র অনেক সংখ্যা পড়েছি। বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশিত এই প্রত্রিকাটি ‘‌‌‍‍‌‍'কিশোর তরুনদের উৎকর্ষধর্মী মাসিক’' এই শ্লোগান নিয়ে বের হত। আসন্নতে বাংলাসাহিত্যের চিরায়ত লেখাগুলো থেকে বাছাই করে চমৎকার, চিত্তাকর্ষক সব লেখা ছাপা হয়। পত্রিকাটি এখন আর প্রকাশিত হয় না।

পত্রিকা স্টলে এটি পাওয়া যেতো না। বিশ্বসাহিত্য কেন্দ্র জাতীয় ভিত্তিক মানসিক উৎকর্ষ কার্যক্রমের সাথে প্রত্রিকাটি বিক্রয় করতো এক সময়। প্রত্রিকার পাঠকের সাথে এর যোগাযোগ খুম কম। চিঠিপত্র বিভাগ নেই। কিশোর-তরুণ, উঠতি লেখকদের লেখা এতে নেই বলে প্রত্রিকার যে প্রাণচাঞ্চল্য তা এতে পাওয়া যায় না।

কিন্তু চিরায়ত সাহিত্যের যে ধারা প্রতিটি সংখ্যায় প্রকাশিত হত তা আমাদের কিশোর-তরুনদের মানসিক উৎকর্ষ সাধনে অবশ্যই ভূমিকা রেখেছে। বিভিন্ন সময়ে এর সম্পাদনায় আমীরুল ইসলাম, গোলাম কিবরিয়া, পীযূষ কান্তি সাহাসহ অনেকেই যুক্ত ছিলেন। এরপর আমার সাথে যে পত্রিকাটির সাথে পরিচয় হয় তা নাম ‘কিশোর পত্রিকা’। কাজি আনোয়ার হোসেনের সম্পাদনায় সেবা প্রকাশনীতে থেকে প্রকাশিত। ‘কিশোর পত্রিকা’ পড়ে আমি যত বেশি উচ্চকিত হয়ে উঠতাম আর কোন পত্রিকা পড়ে এতোটা চাঞ্চল্য বোধ করি নি।

পাঠকদের লেখা, চিঠিপত্র, সমসাময়িক ঘটনা, ফিচার, কম্পিউটার, ক্রিকেট, কাটুর্ন পাশাপাশি বিখ্যাত শিশুসাহিত্যিকদের লেখায় জমজমাট একটি চাররঙা পত্রিকা ছিল এটি। কিশোর পত্রিকার জন্য আমি এতো অধির আগ্রহে অপেক্ষা করতাম যে মাস শেষ হতে না হতেই হকার ডিঙিয়ে এজেন্টের কাছে পৌঁছাতাম। ধ্র“ব এষের শিল্প সম্পাদনায় এর প্রতিটি পৃষ্ঠা ছিল আকর্ষনীয়। সেবা প্রকাশনীর রহস্য প্রত্রিকার যে একটি নির্দিষ্ট পরিসর আছে কিশোর পত্রিকার তা ছিল না। রহস্য গল্পের পাশাপাশি যেমন সত্যজিৎ রায় তেমনি আমীরুল ইসলাম, কাইজার চৌধুরী, লুৎফর রহমান রিটন, ফারুক নওয়াজের মতো বিখ্যাত লেখকদের ছড়া-কবিতা-গল্পও ছাপা হতো।

শিশু-কিশোর সাহিত্যের সমস্ত অনুষঙ্গই ঠাঁই পেত এই পত্রিকায়। কিশোর পত্রিকার ছড়া সাক্ষাৎকার বিভাগ খুবই মজার একটি বিভাগ ছিলো যেখানে বিখ্যাত ছড়াকাররা সাক্ষাৎকার দিতেন ছড়ায় ছড়ায়। একটা ছড়া স্বাক্ষাৎকারের কথা এখনো মনে আছে। ছাড়ায় ছড়ায় বিভিন্ন বিষয় জানার পর কিছু উৎভট প্রশ্ন করে বসতেন স্বাক্ষাৎকার গ্রহণকারী। তখন ম্যাকগাইভার ছিল খুবই জনপ্রিয় সিরিজ টিভিতে।

তো এই রকম একটি প্রশ্ন ছড়াকার আমিরুল ইসলামকে: কিশোর পত্রিকা: ম্যাকগাইভার যদি আসে এই ঢাকা শহরে থাকবে কি কিছু জানতে চাইবার?(প্রশ্নটা মনে নেই তাই নিজেই বানিয়ে দিলাম) আমিরুল ইসলাম: ভুতে গলির চিপার মধ্যে আইতো রে ম্যাকগাইভার পাও প্যাচাইয়া বইয়া পডুম আর কিছু নাই চাইবার। ম্যাকরে কুম ও মামু জান এতো মগজ চাল্লু তোমার বুদ্ধি হইল কি খাইয়া.... কিশোর পত্রিকা একটি পুরোপুরি নিয়মিত পত্রিকা। পত্রিকার সাথে জড়িতদের পেশাদারী মনোভাবের পরিচয় পাওয়া যেতো স্পষ্টত। মাসের এক তারিখেই বাজারে পাওয়া যেতো । এতো পেশাদারী মনোভাব, নিঁখুত সম্পাদনা, আকর্ষনীয় শিল্প নির্দেশনা আর কোন ছোটদের পত্রিকায় পাইনি।

বাংলাদেশে প্রকাশিত ছোটদের পত্রিকার একটি লক্ষনীয় বিষয় হলো সবই অনিয়মিত। কিন্তু কিশোর পত্রিকা ছিল এই বৈশিষ্ট্যমুক্ত। নিয়মিত প্রকাশিত হতো। এবং মাসের পয়লা তারিখেই তা বাজারে পাওয়া যেত। কিশোর পত্রিকা অনেক বছর নিয়মিত প্রকাশনার পর বন্ধ হয়ে যায়।

এমন সুন্দর একটি পত্রিকা যদি বর্তমান সময়ের কিশোর-তরুনদের হাতে পৌঁছে দিতে পারতাম! সে সময় আরেকটি প্রত্রিকা ছিলো ‘কিশোর তারকালোক’। এটাই সবচেয়ে জনপ্রিয় ছিলো বোধ হয় ছোটদের পত্রিকার মধ্যে। আমার খুব একটা ভাল না লাগলেও পড়তাম। প্রকাশিত হতো তারকালোক কমপ্লেক্স থেকে। কিশোর তারকালোক একটি বহুল প্রচারিত শিশু-কিশোর পত্রিকা।

যেসব বাসায় হকাররা মাসিক পত্রিকা বিতরণ করতো তার অনেক বাসাতেই তারা ‘কিশোর তারকালোক’ নিয়ে যেতো। ছোটদের জন্য তারকাজগতের খবরের পাশাপাশি গল্প, ছড়া, কৌতুক, ধাঁধা সবই প্রকাশিত হতো কিশোর তারকালোকে। প্রত্রিকাটি ঈদ সংখ্যা প্রকাশ করতো। উপন্যাস, গল্প, ছড়া ইত্যাদিতে ঠাসা ঢাউস সাইজের ঈদ সংখ্যা সত্যিই আকর্ষনীয় ছিল। কিশোর পত্রিকার মতো কিশোর তারকালোকও নিয়মিত প্রকাশিত হতো।

প্রধান সম্পাদক ছিলেন আরেফিন বাদল, সম্পাদনায় আহসান আল-বকর, ইমন আরেফিন। (চলবে) আমার সংগ্রহে থাকা ছোটদের পত্রিকাগুলো ছবি তুলেছিলাম গতবছর। ব্লগ্রাদের মধ্যে যারা নস্টালজিক হতে চান জন্য দুটি ছবি দিলাম। আহা কী সুন্দরই না ছিলো সেই দিনগুলো। কিশোর পত্রিকা আসন্ন আসন্ন কিশোর তারকালোক কিশোর তারকালোক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.