I never knew how to worship until I knew how to love.
রাসুল (সাঃ) কে অবমাননা করে চলচিত্র বানিয়েছে তার জন্য প্রতিবাদ করছেন? মাশাআল্লাহ মুসলিম অবশ্যই তার রাসুলের (সাঃ) অবমাননা সহ্যকরতে পারে না।
কিন্তু ......
কিন্তু আবার কি?
রাসুল (সাঃ) এর সময়ে কিছু লোক রাসুল (সাঃ) কে গালি গালাজ করত কষ্ট দিত। এবং তাদেরকে হত্যার আদেশ দেয়া হয়েছে! কেউ একটা প্রমান নিয়ে আসেন যে মক্কায় রাসুল (সাঃ) কে গালি দেয়া হয়েছে আর মদিনায় সাহাবারা মিছিল করেছেন স্লোগান দিয়েছেন!
জিহাদের পোস্ট দেয়া আর জিহাদ জিহাদ করে ফেসবুকে ব্লগে লেখা খুবই সহজ! কারণ কেউ তো দেখে না জিহাদে গেলাম কি না গেলাম।
এই হুজুগে মানুষেরা মূলতঃ রাসুল (সাঃ) কে ভালো বাসেন কত জন?
দেখা গেল একাধিক ধর্মীয় দল একত্রিত হয়ে মিছিল করলেন। আর ইসলামের চরম খেদমত্কারী সরকার পুলিশ দিয়ে তাদের পেটালেন! না জানি এতে আবার যুদ্দাপরাধী বিচারে বাধা দেয়া হয়ে যায় কিনা।
এবং একটি হরতাল হয়ে গেল।
আমাদের মত সমাজে হরতালের গুরুত্ব অস্বীকার করার উপায় না থাকলেও ইসলাম কিন্তু আমাদের শেখায় যে , রাস্তায় মানুষের কষ্ট দায়ক বস্তু থাকলে তা সরালে জান্নাত পাওয়া যায়।
ইসলামের নামে উল্টা পাল্টা কথা যে দেশে ভরে আছে সে দেশে রাস্তা ঘাট বন্ধ করে হরতাল করা মানুষের চলাচল প্রতিহত করাও ইসলাম! তবে এর বিনিময় কি তা র কোনো দলিল উনারা দিতে পারবেন না!
রাসুল (সাঃ) কে গালি গালাজ করার কারণে বেশ কয়েকজন কে হত্যা করেছিলেন সাহাবাগণ। জীবন বাজি রেখে তারা প্রমান করে ছিলেন তারা সত্যিকার অর্থেই ভালবাসেন রাসুল (সাঃ) কে।
চলচিত্র বানালো এক লোক।
কার্টুন আকল এক লোক। আর মেরে ফেললেন গিয়ে আরেক লোককে?
হরতাল করতেছে পাকিস্তান, বাংলাদেশ! ছবি বানালো যুক্তরাষ্ট্রের এক লোক!
রাসুল (সাঃ) কে আপনি ভালবাসেন?
১. বাংলাদেশে এতগুলো মাটির টিবির মাজার এখনো কেন রইলো? আপনার জিহাদ গেল কই?
২. উচু পাকা কবর ছাড়া কবরস্থানই দেখা যায় না ! আপনার জিহাদ কোথায় গেল? সহিহ মুসলিম এর হাদিস পড়েন নি?
৩. আপনি রাসুল (সাঃ) এর নামে জাল বানোয়াট কথা প্রচার করছেন কেন? এখানে অবমাননা হয় না?
৪. ফাজায়েলে কিতাবে কবর থেকে রাসুল (সাঃ) এর হাত বের হয়ে আসে ফালতু লোকের কথা শুনে এতে রাসুল (সাঃ) এর অবমাননা হয় নাই?
৫. রাসুল (সাঃ) বললেন যে দুরুদ পড়লে তা উনার কাছে হাজির / পেশ করা হয়। আর আপনি মিলাদ পড়তেছেন আর বলতেছেন রাসুল (সাঃ) আপনার মিলাদে উপস্থিত হন! এতে সম্মানের হানি করলেন নাকি করলেন না?
৬. হে যুবক টাকনুর নিচে প্যান্ট পড়ে আবার জিহাদের কথা বলছ? আগে তাখনুর উপরে উঠাও প্যান্ট এই জিহাদ আগে করো।
৭. হে যুবক গালে ব্লেড দিয়ে সেভ করছ কেন? এখন কি রাসুল (সাঃ) এর অপমানের কথা চিন্তা হয় না ?
.
.
.
.
.
.
দুঃখিত ! ভাংচুর ইসলাম কোনদিন সমর্থন দিবে না। আমাদের কাছে যতই ন্যায্য মনে হোক না কেন ইসলাম কখনো অন্যের ক্ষতি করে প্রতিষ্ঠিত হবে না।
ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উদারতায়, মহানুভবতায়, স্থিতিশীলতায়, একতায়, দৃঢ়তায়, অবিচলতায়। ইসলাম উদার ক্ষমাময়, তেমনি ইসলাম দৃঢ়! আইন বাস্তবায়নে ইসলামে প্রেসিডেন্ট এর ক্ষমা ভিক্ষা করার কোনই রাস্তা নেই! অতএব দৃঢ় থাকতে হবে। সব কিছু থেকে একটু একটু করে ইসলাম নয়। মানে একটু ক্ষমা, একটু দৃঢ়তা, একটু ভেজাল, একটু দুর্নীতি ....... জ্বি না !
দুঃখিত হয়ত বুঝতে পারলাম না । আজকে জুম্মার দিনে কেউ হাঙ্গামায় যাবেন না অনুরোধ রইলো।
অনেকেই হয়ত হাঙ্গামায় যেতে ডাকবে প্লিজ যাবেন না। কারণ এগুলো ইসলাম নয়!
ক্ষমতা থাকে যেই লোক চলচিত্র বানিয়েছে তাকে হত্যা করুন নতুবা তাকে শাস্তি দানে তার দেশ কে বাধ্য করার চেষ্টা করুন নতুবা নিজ দেশে হাঙ্গামা করবেন না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।