বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেছেন, দেশে ওষুধের দাম দ্রুত বাড়ছে। কিছু ক্ষেত্রে ওষুধের মান বজায় থাকছে না। সিন্ডিকেটের কারণে এমন হচ্ছে।
আজ শনিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত জাতীয় অধ্যাপক ডা. নূরুল ইসলাম স্মারক ট্রাস্ট ফান্ডের উদ্বোধনী বক্তব্যে প্রাণ গোপাল দত্ত এ কথা বলেন। বক্তব্যের বিষয় ছিল, ‘বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার পথ’।
সোসাইটির মিলনায়তনে এই বক্তৃতার আয়োজন করা হয়।
প্রাণ গোপাল দত্ত বলেন, চিকিত্সার জন্য এ দেশের মানুষ পকেট থেকে অনেক বেশি খরচ করে। তিনি বলেন, বেশি মানুষকে অধিক পরিমাণ সেবার আওতায় আনা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্য। এ ক্ষেত্রে আর্থিক সুরক্ষার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
এশিয়াটিক সোসাইটির সহসভাপতি মাহফুজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সোসাইটির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো যতটা সুবিন্যস্ত শহরে ততটা নয়।
নিজের প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে প্রাণ গোপাল দত্ত বলেন, অনেকে বেসরকারি বড় হাসপাতালে ২০-৩০ লাখ টাকা খরচ করার পর বিএসএমএমইউতে আসেন। কিন্তু ৬০ হাজার টাকা বিল পরিশোধ করতে তাঁরা কার্পণ্য করেন। নিবিড় পরিচর্যা ব্যবহার করার জন্য নানা চাপ দেন, কিন্তু পাওনা অর্থ না দিয়েই হাসপাতাল ছেড়ে চলে যান। তিনি বলেন, এ দেশের মানুষ আচরণের পরিবর্তন হলে এবং সরকার চাইলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।