অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই ভারতের উত্তর পূর্বাঞ্চলের মুক্তিযোদ্ধা অনুপ চেটিয়া। উলফা নামক স্বাধীনতাকামী সংগঠনের নেতা সে। লাখো মানুষের মুক্তির নেতা। সেই অনুপ চেটিয়াকে বাংলাদেশ গ্রেপ্তার করে ভারত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এ কেমন সিদ্ধান্ত? ৭১ সালে ভারত যদি তাজউদ্দিনকে গ্রেপ্তার করে পাকিদের হাতে তুলে দিত তাহলে কেমন হতো? বাংলাদেশের সাথে ভারতের কোন বন্দি বিনিময় চুক্তি নেই। তাছাড়াও ভারতে অনুপ চেটিয়ার জীবনের উপর রয়েছে ঝুঁকি। যার জন্য সে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছে তাকে যেন অন্তত তৃতীয় কোন দেশে পাঠানো হয়। অনুপ চেটিয়ে'কে রক্ষা করতে না পারলেও তার জীবনের নিরাপত্তা বিধানে তাকে তৃতীয় একটি দেশে পাঠানো আমাদের সরকারের দায়িত্ব। আমি বলি তাকে চীনে পাঠিয়ে দেয়া হোক!!! এমন অবস্থায় রাষ্ট্রের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকারের আইনসহ সাধারন লজিক লঙ্ঘন করে একটি অজনপ্রিয় ও অনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে একটি জনপদের স্বাধীনতার নেতাকে তার শত্রুদের হাতে তুলে দেয়ার কি যুক্তি? এই সেদিন আমরা দেশে রাজাকারের লাশ ঢুকতে দেই নাই। আমরা কি পারি না অনুপ চেটিয়া নামের একজন প্রতিবেশী মুক্তিযোদ্ধার জীবন রক্ষা করতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে সরকারকে তার পাশে দাড় করাতে অথবা অন্তত তৃতীয় কোন দেশে পাঠাতে রাজী করাতে??????
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।