!!! ধর্ম নিরপেক্ষ, সাম্প্রদায়িকতা মুক্ত, কলুষিত রাজনীতিহিন একটি সুন্দর বাংলাদেশ এর অপেক্ষায়!!! গাছের গুঁড়ি দিয়ে তৈরি ভেলা বিশ্বে প্রথম জলযান। 'কন্-টিকি' ভেলা ইতিহাস প্রসিদ্ধ। প্রায় ১২ হাজার বছর আগে নির্মিত জলযান ডোঙা বা শালতি। ক্যানো, উমিয়াক, কায়াক পাল খাটানো প্রসিদ্ধ নৌকা। তার আগে দাঁড়টানা নৌকা।
এ রাজ্যে ভিঙি, পানসি, বজরা, ভাউলে, ভড়, বালাম, ছিপ, কোষা_কত নাম নৌকার। চীনের 'জাংক', মিয়ানমার ও থাইল্যান্ডের 'সাম্পান', ইতালির 'গন্ডোলা, রোমানদের 'বাইরিম', 'ট্রাইরিম' ইত্যাকার নৌকা ইতিহাস প্রসিদ্ধ। এরপর এলো পালতোলা জাহাজ। ক্রিস্টোফার কলম্বাসের প্রসিদ্ধ পালতোলা জাহাজ 'নিনা', 'পিন্টা', 'সান্তা মারিয়া'। আমেরিকার ইতিহাসে বিখ্যাত পালতোলা জাহাজ 'মে-ফ্লাওয়ার'।
ঊনবিংশ শতাব্দীর গোড়ায় ১৮০২ খ্রিস্টাব্দের বাষ্পীয় নৌকা চালান স্কটল্যান্ডের ক্লাইড নদীতে উইলিয়ম সাইমিংটন। রবার্ট ফালর্টন ১৮৭০ সালে হাডসন নদীতে 'ক্লারমন্ট' নামে বাষ্পীয় জাহাজ চালালেন_৩২ ঘণ্টায় জাহাজটি পাড়ি দিােল ১৫০ মাইল। ১৮২৫ সালে 'এন্টারপ্রাইজ' ইংল্যান্ড থেকে ১১৩ দিনে কলকাতায় এলো প্রথম বাষ্পীয় সমুদ্রজাহাজ হিসেবে। 'গ্রেট ওয়েস্টার্ন জাহাজ ১৮৩৮ সালে প্রথম আটলান্টিক সাগর পার হয়। ১৮৬০ সালে কাঠের বদলে লোহার খোলের প্রথম জাহাজ 'গ্রেট ব্রিটেন'।
এরপর জ্বালানি তেলের ইঞ্জিন চালু হলে ডুবোজাহাজ বা সাবমেরিন তৈরি হয়। এখন পরমাণু শক্তিচালিত অতিকায় যুদ্ধ বা ডুবোজাহাজ আধুনিকতার প্রকৃষ্ট জলযান। 'নটিলাস' অত্যাধুনিক সে রকম একটি আমেরিকার ডুবোজাহাজ বরফের সমুদ্র পার হতে পারে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।