আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাসী

আজীবন পথ চলার মত, পথে পরে বাধা যত। দুহাত এক করে, পারি জমাবো স্বপন দ্বীপে' সাতরে সাতরে। বিশ্বাস শুধু রেখো, সুখ স্বপ্ন দেখো। মিথ্যে হবার নয়, সাথে শুধু থেকো। বন্ধু ওগো বন্ধু, শুধু আঁচলে জড়িয়ে রেখো।

জানতে চাই না অতিত ভূত, কুয়াশা ঢাকা নুতন যুগ। পাশাপাশি থাকবো চিরদিন, জীবন করবো স্বপ্ন রঙ্গীন। হাতে হাত রেখো, ভাবনায় রং মেখো। এ হাত ছুটবার নয়, নির্ভরতায় থেকো। এ বন্ধন টুটবার নয়, আস্থা শুধু রেখো।

বিচারকের চোখে কালো কাফন, তোমার চোখে কেন কালক্ষেপন? তবে আমি কি দাড়িয়ে তোমার কাঠগড়ায়, তবে কি ফাঁসির দড়ি আমার গলায়। তবু সুখী আমি তোমার দন্ডে হয়ে দন্ডিত, চোখের বোরকা খোলনি বলে কিছুটা লজ্জিত। প্রেমিকে দিলে তুমি অবিশ্বাসীর সাজা, পুরোনো দিন' পুরোনো দন্ডের ধাঁধা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.