আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক
অনেক রকম চলে যাওয়া দেখেছি
তবু অদ্ভূত হাঁটুতে ভর দিয়ে চিরকাল দাড়িয়ে যায় মানুষ
আমি দাড়াইনি,
যাকে ভেবেছিলাম পাশে থাকার চিরন্তন নারী
সেও জানিয়ে দেয় দৃশ্যকল্পে ভুল ছিলো
আমিতো পরিধিরেখায় দাড়ানো সেই সারাক্ষণ বালক
বৃত্তাকার আধাঁর উপেক্ষা করে আজো তাকিয়ে আছি
কেন্দ্রবিন্দু জোনাকীর দিকে...
যেদিন চলে যাবে,
পাঞ্জাবীতে ধবধবে দুঃখ নিয়ে একজন কবি কিংবা কিশোর
মধ্যরাতের আগে যে কখনো ছোঁয়নি তৃপ্ত গোলাপ
তার সবগুলো কবিতার শেষে দুঃখকে মেনে নেবে
এবং হেসে হেসে বলবে,
না ঈশ্বরে বিশ্বাস নেই
এককালে হ্রদয়ে ছিলো...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।