আমাদের কথা খুঁজে নিন

   

অবিশ্বাসী ভাইদের প্রতি একটি জিগ্গাসা .....

গুনাহগার, অযোগ্য, অধম...

কয়েকদিন ধরেই একটি প্রশ্নের উত্তর খুঁজে খুঁজে হয়রান । আসলে এর উত্তর আছে কিনা তাও জানিনা । থাকলেও তা কতটুকুই বা গ্রহনযোগ্য তা ও হয়ত প্রশ্ন সাপেক্ষ । তবে ভাল উত্তর পেলে তা মেনে নিতে বাঁধা নেই । হুম , ব্যাপারটি হল .. আমরা কি কখনো ভেবে দেখেছি যে, মহাগ্রন্থ আল কুরআনের হাফেজ (কুরান মুখস্তকারী) পাওয়া যায়, কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থের হাফেজ কি পাওয়া যায় ? আট দশ বছরের বাচ্চারা কি সুন্দর পুরো কোরআন মুখস্ত করে ফেলছে , মাশাল্লাহ ।

এক হিসেবে দ্যাখা গিয়েছে যে পৃথিবীতে ছয় কোটির ও বেশী কোরানে হাফেজ পাওয়া যাবে .. অথচ অন্যান্য ধর্মগ্রন্থের ক্ষেত্র এমন কোন নজির নেই । তাহলে যারা এত বিশাল সমুদ্র এত সহজে অন্তঃস্হ করে নিচ্ছে তারা এ কাজ কিভাবে করছে ? এটা কি এমনি এমনিই হয়ে গিয়েছে ? এর উপর কি অদৃশ্য একজনের হাত নেই ? হয়ত অনেকে এটাকে এমন কিছু ই মনে করবে না , কিম্বা একে সঙ্গায়িত করবে মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর পরিশ্রম এর ফসল দিয়ে । কিন্তু এত বড় স্পর্ধা আমার নেই যে এটাকে অদৃশ্য শক্তির সাহায্য বিনে অন্য কিছু দিয়ে উপেক্ষা করব । যারা অদৃশ্য একজন তথা আল্লাহর অস্তিত্তে বিশ্বাস করেন না তাদের কাছে এর উত্তর আছে কি ? প্রশ্নটি সকল ধর্মে বিশ্বাসীদের প্রতি যথাযথ সম্মান রেখেই করছি , কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই । এটাই পৃথিবীর নিয়ম , ভিন্ন ধর্ম এবং ভিন্ন মতাবলম্বন থাকবেই ।

অন্য ধর্মকে বাতিল আখ্যায়িত করার কোন ইচ্ছা ও আমার নেই । তার মাঝে খুব বেশী মহত্ত ও নেই । কিন্তু দিবালোকের স্পষ্ট মত যে যুক্তিগুলো , তা আমরা কিভাবে উপেক্ষা করব ? ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.