সবুজের জন্য ভালবাসা । তোমরা যখন শরতের মুক্ত আকাশে তাকিয়ে বলো দেখ, কত বড় একটা চাঁদ আকাশে ! আমি তখন অধীর আগ্রহ নিয়ে তাকায় গুনে দেখব বলে !! আবহাওয়া অধিদপ্তর যখন নয় নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে বলে – জলোছাস ধেয়ে আসছে এই শহরে, আমি তখন ব্যাস্ত জনপথে গিয়ে দাড়ায় একটি রুদ্র করুজ্জল দিনের আশায় ! পত্রিকার পাতায় পাতায় আর নিউজ চ্যানেলের ঘণ্টার ঘণ্টার সংবাদে যতই বলুক, আজ শহরে কোন খুন হয়নি, হয়নি কোন ধর-পাকড় আমি তবুও মর্গে মর্গে যাব লাশ দেখব বলে ! জেলে কয়েদে যাব ধৃতদের দেখব বলে !! প্রেসক্লাবে, জনসমাবেশে আর সংবাদ সম্মেলনে যতই বলুক আমার দলে নেয় কোন রাজাকার আলবদর কিংবা আলশামস। আমি তবুও তোমার দলের রাজনীতিকদের লিস্ট হাতড়াব রাজাকার খুঁজব বলে ! এই সেলুকাস দেশের প্রকৃতি আর তার মানুষের প্রতি আমার ন-বিশ্বাস, ন-বিশ্বাস, ন-বিশ্বাস। আমি অবিশ্বাস করি এই প্রকৃতি আর তার মানুষের শপথ কে আর তাই আমি আজ এই সময়ের বড় অবিশ্বাসী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।