আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়
গোধূলী বেলায় আমার সূর্য যখন ডুবে কিছুই থাকে না, নিজের নামটিও না। সাম্প্রতিক মনের মরন ঘটিয়ে আমার ব্যর্থতা হারিয়ে যায় পাহাড়ের দেশে। এখন ও আছি আজ ও আছি শুধুই অপেক্ষায়। রাত পোহাবার কত দেরী? ডুবে যেতে চাই পাহাড়ের মত বিশাল ক্ষত, ছুতে পারিনি তোমার সীমানা যত। প্রতিটি ধমনীর উলঙ্গ নৃত্য, বীজ বুনে আছে খাঁটি অবিশ্বাস, হীনমন্য সাম্রাজ্য শাসন বিশ্বাসের বালাই নেই, পূর্বপুরুষের যুগের দাসত্ব।
নির্বাক বিষন্নতা আমার র্পূবের জীবন। জীবন বিলাস সুখ সবই স্বপ্ন, কোথায় যেন কান্নার রোল। আজীবন খুজে ফেরার দৈব স্বপ্ন। শেষ প্রহরে ঠিক কোথায় তুমি? ঠিক পাহাড়ের শেষ সীমানায়। সাগরের শুকিয়ে যাওয়াও অসম্ভব নয়, যদি ফাটল ধরে এই দেহ মনে।
আজো মরনকে চাই অতিথি করে ভালবাসাহীন দুর্গম পথে। ইচ্ছেগুলোর ঠিকানা কোথায়? না পাওয়ার প্রতিবাদ কোথায়? শৃঙ্খলমুক্ত বন্দীযারা, পুনরায় বন্দী হবার আশা কোথায়?
জীবন প্রবাহের শেষ সময়ে শূন্য আমি। পরিপাটি সব কিছু আগের মতই, নারীর স্পর্শ যখন কাম জাগিয়ে তোলে। ব্যর্থ হৃদয় ভাবে লজ্জার কথা। জ্বালিয়েছি আমি শয়নের দ্বারে প্রদীপ।
অহমিকা যা ছিল ভুল কিছু নয়, বদ্ধ ঘরে নাক সমান অস্থিরতা। তবুও অপেক্ষার শক্ত ভিত, প্রার্থনা ছিল আমার প্রবল ক্ষুধা। রাতের কাছে তাই ভোরের প্রার্থনা। ক্ষুব্ধ ধমনী প্রতিবাদ করে, গলায় ফাঁস পড়া যেন নিস্পাপ কেউ। তোমার অদ্ভুত হাসি, দম্ভে ফেটে পড়া বুক।
শেষে তাই বলতে চাই ,অবিশ্বাসী কালো ছায়া তুমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।