তোমার শরীরের দিকে চাও, মগ্ন হও একবার তোমার শরীরের পানে, কবিতারা ওখানে বসবাস করে অহোনিশি
তোকে বিশ্বাস করে আকাশ দিয়েছিলাম
তুই জীর্নতায়, মলিনতায় আকাশকে নষ্ট করে ফেলেছিস
তোকে বিশ্বাস করে ফুলের বাগান দিয়েছিলাম
তুই শ্বাপদ-জন্তু সেজে আমার সব ফুল মাড়িয়ে দিয়েছিস
তোকে বিশ্বাস করে আমার ঘর দিয়েছিলাম
তুই আগুনের লেলিহান শিখায় জ্বালিয়েছিস আমার সাধের ঘর
তোকে বিশ্বাস করে বিশ্বাস করেছিলাম
এখন দেখি মস্ত ভুল করেছি
তোকে আসলে বিশ্বাস করা যায় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।