তেষট্রি ইঞ্চি অন্ধকার। আর
আক্রমনে উদ্যত পাঁজর ভাঙ্গা কপিকল।
অসমাপ্ত হিসেব নিকেশ। অথচ
নিয়তির মতোই সামনে বিদ্যমান
অসমাপ্ত
ঝুলন্ত
সমাস।
প্রাপ্তি লুন্ঠিত।
অথচ অপ্রাপ্তি যোগ।
এই অন্ধকারে বত্রিশ নাড়ী ছেঁড়া ধনের মতো
কেউ শোনায় না
ঘুম পাড়ানী গান।
অভিমানে অভিমানে একজন অভিমানীর
অভিমান বাড়ে। কষ্ট বাড়ে।
কে-উ-খ-ব-র-নে-য়-না
অবস্থান।
জীবন। মর্যাদা। সুবিধা। কষ্ট।
অথচ-
বর্হিবিশ্বের প্রদত্ত দেয়ালে উৎকীর্ন
“এখানে একজন মানুষ ঘুমিয়ে আছে
তাকে শান্তিতে ঘুমাতে দাও
এবং নীরবে বলো-
আস্সালামু আলাইকুম ইয়া আহ্ লাল কুবুর”।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।