আমাদের কথা খুঁজে নিন

   

বিভীষিকা

লক্ষ্যহীন ব্যাক্তির অন্তহীন পথে ক্লান্তহীন হেঁটে চলা তোমার জন্য বেলী ফুলের মালা এনেছিলাম , তোমার কৃষ্ণ ভ্রমর চুলে পরিয়ে দেবো বলে , এখন , এখন বেলী ফুল শুকিয়ে বিদ্ঘুটে গন্ধ , আজ হয়তো তোমার চুলে অন্য কারো দেওয়া মালা শোভা পায় । তোমার ঠিকানায় লিখেছিলাম কিছু চিঠি , তোমাকে মনের কথা জানাবো বলে , এখন , এখন কাগজ পঁচে হলদেটে হয়ছে , আজ হয়তো তোমার ঠিকানায় অন্য কারো চিঠি আসো । তোমাকে নিয়ে বেঁধেছিলাম কিছু কবিতা , তোমাকে সাজিয়ে কবি হবো বলে , এখন , এখন কবিতারা ছন্দ হারায় , আজ হয়তো তুমি অন্য কারো কবির কবিতা । তোমাকে সাজিয়ে সুর করেছিলাম কিছু গান , তোমাকে শোনাবো বলে , এখন , এখন গানের সুরেরা শ্রোতা খুঁজে , আজ হয়তো তুমি অন্য কারো গানের সুর । তোমায় নিয়ে নির্ঘুম রাতে দেখেছিলাম কিছু স্বপ্ন , বাকিটা সময় তোমাকে নিয়ে সুখে থাকবো বলে , এখন , এখন স্বপ্নরা দুঃস্বপ্ন হয়ে তাড়িয়ে বেড়ায় , আজ হয়তো তুমি অন্য কোনো স্বপ্নবাজের স্বপ্ন । আজ হয়তো তুমি অনেক সুখী সুখ পাখিদের মতন করে । আমিও সুখে থাকার অভিনয় করে যাবো , যেমনটা তুমি করেছিলে ভালবাসা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.