যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে. খুব মনে পরে সেই ১০ থেকে ১৫ বছর (কিংবা আরো আগের) আগের কথা। তখন ভাঙ্গা কোন মতে চলা একটা ক্যাসেট প্লেয়ার ছিল আব্বার। উনি শুনেন না দেখে আমি আমার নিজের রুমে নিয়ে এনেছিলাম। তারপর থেকে অবিরাম চলতে শুরু করেছিল আমার গানের ক্যাসেট কেনা। বাজারে নতুন অ্যালবাম আসলেই কিনতে চলে যেতাম।
৩০/৩৫ টাকা দাম ছিল তখন।
আজ বহুদিন পর চলুন শুনে আসি সেইসব গানগুলো -
১। আমি কষ্ট পেতে ভালবাসি
২। মেয়ে
৩। উড়াল দেব আকাশে
৪।
আমি বারো মাস তোমায়
৫। এক চালা টিনের ঘর
৬। সেই তুমি (অরিজিনাল পাচ্ছি না)
৭। এক আকাশ তারা তুই
৮।
৯।
১০। পাগলা হাওয়ার তরে
চলবে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।