পশুরা পালায়, মানুষ রুখে দাঁড়ায়....... তখন ক্লাস সিক্স কি সেভেনে পড়ি। আমার এক প্রাইভেট টিউটর ছিল যিনি টুকটাক কবিতা লিখতেন। বেশ ভালই লিখতেন। তাকে দেখে আমার মনেও বাসনা জাগল কবিতা লেখার। হুট করে লিখেও ফেললাম একটা।
তবে ওটাই এখন পর্যন্ত আমার লেখা প্রথম এবং শেষ কবিতা। কেননা এরপর আর কবিতা লেখার অপপ্রচেষ্টা চালাই নি।
আজ হঠাৎ মনে পরল কবিতাটার কথা। পুরানো কাগজপত্র ঘেটে অনেক কষ্টে খুজেঁ বের করলাম। এখন আবার নতুন করে পড়ে মনে হল এটাকে কবিতা না বলে বোধ হয় ছড়া বলা উচিৎ।
কবিতা বা ছড়া যাই হোক সেটা সবার সাথে শেয়ার করলাম। কবিতা বোদ্ধারা আর যাই করেন দয়া করে এ অপপ্রচেষ্টার জন্য আমাকে গালি দিয়েন না।
'মা'
মা যে আমার নয়ন মণি
মা যে আমার সোনার খনি
আমার মনে পাথার সে যে
আমার সাত রাজারই ধন
মাকে আমি বাসব ভাল
আমার সারা জীবন ভর
মায়ের জন্য মরতে পারি
দিতে পারি প্রান
কারন মাকে আমি বাসি ভাল
আর বাসব সারা জীবন ভর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।